কোচবিহারে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

0
29

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার রেলঘুমটি এলাকায় জেলা সোশ্যাল ওয়েলফেয়ারের কার্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে উৎযাপিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাডিয়ান, অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় তাঁতি সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল, হুইলচেয়ার ও কানের যন্ত্র প্রদান করা হয় এবং সেই সব ব্যক্তিরা কিভাবে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন তা নিয়েও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

নিজস্ব চিত্র

অন্যদিকে, মঙ্গলবার কোচবিহার দেবীবাড়ি এলাকায় বিবেক স্মৃতির উদ্যোগে বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে এই দিনটি পালন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি জানান, এই দিনটি আসলে বিশেষ সক্ষমদের জন্য আজকে বিশেষ চাহিদা সম্পন্নরা যে কাজ করে দেখাতে পারে সমাজ গঠনে, অনেক ক্ষেত্রে শারীরিক ভাবে সুস্থ স্বাভাবিকরা সে কাজ করে দেখাতে পারে না। তাহলে আজকের এই সময়ে নির্ভয়ার পর হায়দ্রাবাদের পশু চিকিৎসকের উপর হওয়া ঘটনা আমাদের দেখতে হত না।

আরও পড়ুনঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দৃষ্টিহীন স্কুলের পড়ুয়াদের উদ্যোগে রক্তদান শিবির

তিনি বলেন, রাজ্য সরকারের সংযোগ প্রকল্প শুরু হয়েছে, আজকের দিনে এই ব্যক্তিদের সাথে মিলে মিশে সংযোগ রক্ষা করার চেষ্টা করলাম। তাঁদের সাথে কথা বলার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। তবে তাঁদের এই সমস্যা গুলি শুনে সমাধান করার যথা সম্ভব চেষ্টা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here