নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ারঃ
জলদাপাড়া অভয়ারণ্য গন্ডারের জন্য বিখ্যাত। এক শৃঙ্গ গণ্ডার দেখতে বিদেশ থেকে পযটকরা দীর্ঘ পথ অতিক্রম করে ছুটে আসেন জলদাপাড়ায় ।এই লুপ্ত প্রায় পশুটিকে বাঁচিয়ে রাখতে শনিবার জলদাপাড়া বন্য প্রাণী বিভাগ ও কোচবিহার মাউন্টেনিয়াস ক্লাব এবং একটি স্বেচ্ছা সেবী সংস্থার যৌথ উদ্যোগে মাদারিহাটে পালিত হল- ‘বিশ্ব গণ্ডার সুরক্ষা দিবস’ ।
গণ্ডার সুরক্ষা উদ্দেশে বিভিন্ন স্তরের মানুষ দের নিয়ে একটি সচেতনা র্যালীর পাশাপাশি গণ্ডার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয় । জলদাপাড়া সহকারি বন্য প্রাণী সংরক্ষক বিমল দেবনাথ জানান- সারা বিশ্বে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা সাড়ে তিন হাজারের কিছু বেশি ; বিশ্বের নিরিখে জলদাপাড়া তৃতীয় স্থানে আর সারা ভারতে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে । জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ২০০ -র বেশি । তাই জীব বৈচিত্র্য বজায় রাখতে গণ্ডার কে বাঁচিয়ে রাখতে হবে ।
আরও পড়ুনঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিটলারের সাথে তুলনা মুকুলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584