সারগাছি রামকৃষ্ণ মিশনে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

0
236

অর্ধেন্দু বিশ্বাস, মুর্শিদাবাদঃ

শুধু সুস্থ মনুষ্যদেহ নয়,সুস্থ সমাজ গড়তে মাটিরও সুস্থতা চাই।এই উদ্দেশ্যকে সামনে রেখেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়(মোহনপুর),সারগাছি রামকৃষ্ণ মিশন ও জাতীয় কৃষিবিজ্ঞান অ্যাকাডেমির(নতুন দিল্লী)উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হলো সারগাছি রামকৃষ্ণমিশনের বিবেকানন্দ পেক্ষাগৃহে।

বিশেষ শোভাযাত্রা। নিজস্ব চিত্র

সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী বিশ্বময়ানন্দজী মহারাজের তত্বাবধানে পদযাত্রার মধ্য দিয়ে সকাল ১০.২০মিনিটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন। নিজস্ব চিত্র

মৃত্তিকা বিষয়ক সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আগত কৃষকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। “চলো যাই মাটিকে বাঁচাই” এই থিমের ওপর অঙ্কণ ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অনির্বান সরকার।

বিজয়ীকে  পুরস্কার প্রদান। নিজস্ব চিত্র

সে বলে, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা পরিবেশকে নিয়ে কী ভাবছি তা প্রকাশ করতে পারছি ও মাটি তথা পরিবেশের জন্য কাজের অনুপ্রেরণা পাচ্ছি।” অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় শোভন দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রায় সাতশো কৃষক।

কৃষকদের মাটির বিষয়ে সচেতন করতে চিত্র প্রদর্শনীর আয়োজন। নিজস্ব চিত্র

এমনই একজন কৃষক অসিত মন্ডল বলেন”এই ধরনের উদ্যোগ আমাদের মতো কৃষকদের মাটি তথা চাষ সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করতে সহায়তা করবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদগ্ধ অধ্যাপক ও বিজ্ঞানীগণ।

পুরস্কার প্রদান। নিজস্ব চিত্র

তাদের মধ্যে অন্যতম ড.বিশ্বপতি মন্ডল,ডিন শীকান্ত দাস,বিজ্ঞানী এফ.রহমান,ড.তমাল জানা,ডিডিএ মুর্শিদাবাদ তাপস কুন্ডু মহাশয় প্রমুখরা।

আরও পড়ুনঃ দিনহাটায় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here