বিভিন্ন অনুষ্ঠানে ‌মেদিনীপুর সদর পূর্ব চক্রে স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫বর্ষ উদযাপন

0
87

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিমবঙ্গ সরকারের উদ‍্যোগে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় সারা রাজ‍্যে পালিত হচ্ছে স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি।মেদিনীপুর সদর পূর্ব চক্রের এই অনুষ্ঠান হলো মঙ্গলবার ।পাঁচখুরি দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে যোগ দেয় চক্রের অন্তর্গত, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ‍্যালয়ের পড়ুয়ারা।এদিন দুটি বিভাগের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এদিন প্রতিযোগিতা শুরুর আগে স্বামীজীর প্রতিকৃতিতে মাল‍্যদান করেন উপস্থিত অতিথি ও বিশিষ্ট জনেরা।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ নন্দদুলাল ভট্টাচার্য্য ও পূর্ব মেদিনীপুরের জিএসটি বিভাগের আধিকারিক পরাগ মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর পূর্ব চক্রের এস আই ওঙ্কার পন্ডা,পাঁচখুরির প্রধান শিক্ষক তারাশঙ্কর মহাপাত্র,দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা, শিক্ষক নেতৃত্ব দীপক দাশ অধিকারী,কিরণ প্রামাণিক, অজয় দে, নারায়ণ চন্দ্র গিরি, কুইজ মাস্টার অরিন্দম দাস, সৌনক সাহু, বিশ্বজিৎ কর্মকার ,শিক্ষাবন্ধু সমরেশ মন্ডল, খোকন ঘোষ,অজয় মাহিন্দার, শশাংক মহাপ্রাত্র প্রমুখ। অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। প্রথম স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।উল্লেখ্য এর আগে গত ৩১ শে আগষ্ট একই ভেনুতে শিকাগো বক্তৃতা বিষয়ক বসে আঁকো ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রাথমিক ও মাধ‍্যমিক বিভাগে। এদিনের অনুষ্ঠানের পরিবেশ রক্ষার বার্তা দিতে সমস্ত অতিথি ও বিচারকদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ জেলা পরিষদ জয় স্মরণীয় করে রাখতে বাইক মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here