নবদ্বীপে মহাপ্রভুর ৫৩৪ তম জন্মতিথি উৎসব পালন

0
219

শ্যামল রায়,নবদ্বীপঃ

Celebrating birth anniversary of mahapravu at nabadwip
নিজস্ব চিত্র

নবদ্বীপের শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৪ তম জন্মতিথি উৎসব উপলক্ষ্যে নানান ধরনের সংকীর্তন শহর পরিক্রমা শুরু হয়ে গেছে নবদ্বীপ ও মায়াপুর থেকে।রবিবার মায়াপুর ইসকন মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্ব অভিষেক হয়।ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসে পড়েছে নবদ্বীপ ও মায়াপুরে।মায়াপুর ইসকন থেকে যে পরিক্রমা শুরু হয়েছে চলবে ৭ দিন ধরে।
মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে পরিক্রমা দলটি নবদ্বীপের নয়টি দ্বীপ পরিদর্শন করবেন এবং রাত্রিযাপন করবেন দেশ-বিদেশের থেকে আসা ভক্ত পর্যটকরা মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রমেশ দাস জানিয়েছেন যে আন্তর্জাতিক রাশিয়ান হিন্দি নাম অর্থ এ ও বি এবং গীতা ষ্টাডি কোর্স মিলিয়ে মোট কয়টি দলে ভাগ হয়ে নবদ্বীপের নয়টি দ্বীপের পরিক্রমা শুরু হয়ে গিয়েছে।কয়েক হাজার বিদেশি ভক্তের সমন্বয়ে গঠিত বিভিন্ন দল বিভিন্ন দ্বীপ পরিদর্শন করবে।

আরও পড়ুনঃ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এডুকেশন হাব গড়ার উদ্যোগ

ভগবানের ভজন কীর্তন সহ আলোচনা হবে বিভিন্ন মন্দিরে।নাম সংকীর্তন সহ দোল উপলক্ষ্যে শুরু হয়ে গেল পরিক্রমা।ইতিমধ্যেই নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে ও গেস্ট হাউসে আর জায়গা নেই, সব বুকিং হয়ে গিয়েছে।ভক্তদের ভিড় চোখে পড়ছে সর্বত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here