নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলাতেও পালিত হলো বসন্ত উৎসব। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার শহরের ইন্ডোর স্টেডিয়াম থেকে বিভিন্ন নৃত্য সংস্থার ও বিভিন্ন সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার সকালে মৃদঙ্গ করতাল বাজিয়ে এই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে।
রাস্তায় ঘুরে ঘুরে মহিলারা ডান্ডিয়া নৃত্য, রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। বাউল ও রবীন্দ্রসংগীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারি পুরুষ ও মহিলারা।এদিন হলুদ রঙের শাড়ি পড়ে মহিলারা শোভাযাত্রায় অংশ নেন।
পাশাপাশি বেশিরভাগ পুরুষরাই পড়েছিলেন পাঞ্জাবি পাজামা।সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি শহরের ১১ হাত কালি বাড়ি গিয়ে শেষ হয়।সেখানে মন্দির প্রাঙ্গনের ময়দানে বসন্ত উৎসব পালন করার জন্য প্রচুর মানুষের ভিড় জমে।
আরও পড়ুনঃ রাজনীতির উর্ধ্বে উঠে রঙের উৎসবে মিলে গেল বিষ্ণুপুর
বিভিন্ন রং এর আবির মাখিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন সেখানে আগত পুরুষ-মহিলারা।নাচ গান মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584