বিদ্যাসাগর হল ময়দানে উদযাপিত বসন্ত উৎসব

0
123

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Celebrating color festival at bidyasagar hall field
নিজস্ব চিত্র

সারা রাজ্যের সাথে আজ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও পালিত হল দোল উৎসব।এদিন সকাল থেকেই মেদিনীপুর শহরের পাঁচ থেকে পঞ্চাশ সকলেই মেতে উঠেছিল হোলি খেলায়।

Celebrating color festival at bidyasagar hall field
নিজস্ব চিত্র

মেদিনীপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে আজ শহরের বিদ্যাসাগর হল ময়দানে পালন করা হল বসন্ত উৎসব ২০১৯।নাচ,গান, আবৃত্তি,কবিতা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা রঙের আবির মেখে মেতে উঠল ছেলে, মেয়েরা।শুধু রঙ খেলাই নয় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিনিময় করা হল দোল উৎসবের শুভেচ্ছা।

Celebrating color festival at bidyasagar hall field
রমাপ্রসাদ গিরি,জেলা যুব তৃণমূল সভাপতি।নিজস্ব চিত্র

এদিনের উৎসবে সামিল হয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, অলোকবরণ মাইতি,বিধায়ক দীনেন রায় সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অপরদিকে মেদিনীপুর শহর এর ৫নং ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের উদ্যোগে বিকেলে খোল করতাল সহযোগে কচিকাঁচাদের নৃত্যের তালে তালে পুরো এলাকা পরিদর্শন করে এলাকার অধিবাসীবৃন্দ।

আরও পড়ুনঃ বসন্ত উৎসব ঘিরে উদ্দীপনা কোচবিহারে

Celebrating color festival at bidyasagar hall field
অজিত মাইতি,জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর মৌ রায়, প্রাক্তন চেয়ারম্যান প্রনব বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here