রবীন্দ্রসংগীতে সূচনা রঙ আবীরে উদযাপন দোলপূর্ণিমা

0
77

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Celebrating  color festival with ranbindra sangeet
নিজস্ব চিত্র

জটেশ্বরে পালিত হলো বসন্ত উৎসব।  বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর সারাদাপল্লী মুক্ত ময়দানে পালিত হলো বসন্ত উৎসব।

Celebrating  color festival with ranbindra sangeet
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পুরুষ ও মহিলা সহ সংশ্লিষ্ট সংস্থার সদস্য সদস্যরা । রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় । বিভিন্ন রং এর আবির মাখিয়ে একে অপরকে চলে শুভেচ্ছা বিনিময় । নাচ গান, আবৃতির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয় ।

আরও পড়ুনঃ গানে-নৃত্যে শোভাযাত্রায় উদযাপিত বসন্ত উৎসব আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের জটেশ্বর ইউনিটের সদস্য সুমন দত্ত চৌধুরী জানান, “বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব । উদ্দেশ্য এটাই যে সাংস্কৃতিক চেতনা সমাজের চারপাশে ছড়িয়ে দিতে আজকের এই ক্ষুদ্র প্রয়াস।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here