উস্থিতে সমবায় সপ্তাহ উৎযাপন

0
123

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

সমবায় শব্দের বাংলা আভিধানিক অর্থ মিলন,নিত্য সম্বন্ধ, একত্র হবার বুদ্ধি ও প্রয়াসের যৌথ কর্মপ্রচেষ্ঠা।আত্মসাহায্য ও পারস্পরিক সহযোগীতার হাত বাড়ান।সমশ্রেনী বা সমপেশাভুক্ত সকলের সাবলম্বী হবার একটা উত্তম পন্থা ও মহৎ প্রেরণা। সর্বোপরী সমবায় হলো একটা আন্দোলন।

নিজস্ব চিত্র

বাংলায় খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে এমনি প্রয়াসে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।পরির্বতনের পর এই জেলার ২৯ টি ব্লকের মধ্যে সমবায়ের ভালো প্রভাব বিস্তার করে দক্ষিণ সুন্দরবনে।সুন্দরবন লাগোয়া পার্শ্ববর্তী এলাকাগুলি প্রভাব ফেলতে জেলায় জেলায় গ্রুপ মহিলাদের সাংগঠনিক দিক মজবুত করার নির্দেশ দেন।।তারই জেরে শুরু হয় সমবায় উৎসব ।৬৫তম নিখিল ভারত সমবায় সপ্তাহ অনুষ্ঠিত হল উস্থিতে।মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি গ্রামপঞ্চায়েতের পঞ্চাননতলার মাঠে জনসভার মধ্যে দিয়ে সমবায় সপ্তাহ উৎযাপন করা হয়।মগরাহাট এক ও দু’নম্বর ব্লকের সমবায় সমিতির উদ্দ্যোগে এই আয়জন।দক্ষিন ২৪ পরগনা জেলার ২৯ টি ব্লকের মধ্যে ১০ টি ব্লকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সপ্তাহ উৎযাপন করা হবে।দক্ষিন ২৪ পরগনা জেলার সমবায় সমিতির চেয়ারম্যান ইন্দ্র নারায়ন সর্দার জানান এই জেলায় বর্তমানে রয়েছে প্রায় ১৮০০ সমবায় সমিতি।

ইন্দ্রনারায়ণ সর্দার,চেয়ারম্যান দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়ন।নিজস্ব চিত্র

যার বেশি প্রভাব পরেছে ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় বিগত দুবছরের মধ্যে। আগামী দিন এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে যাতে আরো ভালো করে কাজ করতে পারে সে কারনে ডায়মন্ড হারবারের মতো আরো অন্যান্য মহকুমাতে ভালো করে কাজ করা হবে।মন্ত্রী গিয়াস মোল্লা জানান সমস্ত ব্লকের থেকে মগরাহাট একনম্বর ব্লকে পরিবর্তন হয়েছে গ্রুপের স্বনির্ভর মহিলাদের ।কৃষি ক্ষেত্রে আরো উন্নতি করতে হলে কৃষকদের সচেতন হতে হবে।পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ রাখতে হবে।মগরাহাট এক নম্বর ব্লকের সমবায় সমিতির মার্কেটিং সেকেটারি সালাম মিস্ত্রী জানান মগরাহাটে স্টোরেজ অভাবের ফলে উৎপাদিত সামগ্রি রাখার নানান সমস্যা । ফলে কৃষকদের ক্ষেত্রে সমস্যায় পরতে হয় । এগুলি সরকারের নজর রাখতে হবে।অন্যদিকে উন্নয়নের নিরিখে সমবায় সংঘঠন দৃঢ় হয়েছে বলে জানান তিনি।উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,মগরাহাট এক ও দু’নম্বরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দু মন্ডল, উস্থি গ্রাম পঞ্চায়েত প্রধান ,সমবায় সমিতির চেয়ারম্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here