রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে অধ্যাপক তুহিন সামন্তের বাড়ি।২০০৭ সালে ২৫ ফেব্রুয়ারি কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাণ্ডুলীগ্ৰামে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সিপিএম নেতাদের অঙ্গুলিহেলনে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি করে হত্যা করেন অধ্যাপক তুহিন সামন্ত কে।কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তুহিন সামন্ত।২০০৮ সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উদ্যোগে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যাপক শহীদ তুহিন সামন্ত মৃত্যু দিবস পালন করা হয়।২৫ শে ফেব্রুয়ারি সোমবার শহীদ অধ্যাপক তুহিন সামন্ত ১২ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া বিধানসভা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্র ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।কাটোয়া বিধানসভা বিভিন্ন অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রা করে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন।শহীদ অধ্যাপক তুহিন সামন্ত মূর্তিতে মাল্যদান করেন অধ্যাপক তুহিন সামন্তের স্ত্রী তথা কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,অধ্যাপক তুহিন সামন্তের পিতা শরদিন্দু সামন্ত,পুত্র ত্রিদিব সামন্ত,কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রাধান,পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথ সাহা, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,কাটোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় সহ তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।
আরও পড়ুনঃ অধ্যাপক তুহিন সামন্তের স্মরণে তৃণমূলের মিছিল
অধ্যাপক তুহিন সামন্ত মৃত্যু দিবস উপলক্ষ্যে শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলছত্র আয়োজন করা হয় এবং কাটোয়া বিধানসভায় বনভোজন আয়োজন করা হয়।বনভোজনে অংশগ্রহণ করেন তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584