জঙ্গলমহলে যৌথ​ উদ‍্যোগে পরিবেশ দিবস পালন

0
88

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

জঙ্গলমহল উদ‍্যোগের পশ্চিম মেদিনীপুর শাখা ও কনফেডারেশনস অফ পূর্ব অ‍্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এবং মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির​ সহযোগিতায় , সোসাইটির সঙ্গতবাজার স্থিত অফিস প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

নিজস্ব চিত্র

চারাগাছ রোপণ ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। আলোচকগণ পরিবেশ সুরক্ষার বার্তার পাশাপাশি প্লাস্টিক দূষণ জনিত সমস্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন জঙ্গলমহল উদ‍্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মধুপ দে, সম্পাদক তুহিন কুমার ঘোষ, কার্যকরী সভাপতি বিপ্লব কুমার দে,ডিসিডিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, সম্পাদক চন্দন রায়, কার্যকরী সভাপতি অসীম কাইতি, ব্লাড ডোনার্স সোসাইটির​ সহ সভাপতি সুশীল চ‍্যাটার্জী, বিশিষ্ট আইনজীবী শ‍্যামলেন্দু মাইতি,গৌতম ভকত, বিশ্বনাথ দিকপতি, হারাধন কোলে,সদর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা মানুয়ারা রহমান,গনেশ নায়েক, সুব্রত মহাপাত্র, মেদিনীপুর ছাত্র সমাজের কৃষ্ণগোপাল চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

নিজস্ব চিত্র

সমস্ত অতিথিদের চারাগাছ দিয়ে বরণ করা হয়।মধুপ দে তার বক্তব্যে বলেন আগামী দিনে জঙ্গলমহলের জেলা গুলির শহর ও শহরতলীতে সবুজায়নে তা়ঁদের সংগঠন আরোও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মেদিনীপুরের​ উদীয়মান বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়।এর আগে এদিন সকালে জঙ্গল মহল উদ‍্যোগের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনাসভার মাধ্যমে পরিবেশ দিবস পালন করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here