শ্যামল রায়,কালনাঃ
বৃহস্পতিবার ছিল মৎস চাষী দিবস উদযাপন। কালনা কাটোয়া মহকুমা জুড়ে উদযাপন হলো মৎস্য চাষী দিবস।
পূর্বস্থলী এক নম্বর ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে বিডিও অফিস প্রাঙ্গনে এদিন সকাল থেকে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও বিডিও অফিসের নজরুল মঞ্চে মাছ চাষ নিয়ে এক আলোচনা সভা হয়। প্রশিক্ষণ শিবিরে মোট ৫৫ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণ শিবির শেষে একটি পরীক্ষা গ্রহণ হয় প্রশিক্ষণরত দের কাছ থেকে। এরপর হয় আধুনিক প্রযুক্তিতে কিভাবে মাছ চাষ করলে উৎপাদন বাড়বে এবং আয় বাড়বে সে বিষয়ে এক আলোচনা চক্র।
উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা, ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক বিনায়ক গোস্বামী, নারা়ন ঘোষ প্রমূখ।
ব্লক স্তরে প্রোগ্রামে এই মৎস্য প্রশিক্ষণ শিবির টি হয়। ব্লক স্তরে মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়।
মৎস্য দপ্তরের আধিকারিক বিনয় ঘোষ জানিয়েছেন যে ব্লক এর মধ্যে তিনজন মৎস্য চাষীকে এদিন পুরস্কৃত করা হলো। মৎস্য উৎপাদন ও উৎকর্ষতা পুরস্কার প্রদান করা হয় কোবলা মৎস্য চাষী সমবায় সমিতি কে। এছাড়াও পুরস্কার পান ব্লকের ভাতশালা গ্রামের মৎস চাষী তাপস মন্ডল ও হাটশিমলা গ্রামের মৎস্যচাষী মামিন মোল্লা ।কিভাবে মৎস্য চাষিরা মাছের উৎপাদন বাড়াতে পারে এবং গরীব চাষি সরকারি সুযোগ-সুবিধা কিভাবে পেতে পারে বিস্তারিত ভাবেই এ দিনকার আলোচনা সভায় আলোচিত হয়।
এছাড়াও কালনা মহকুমার কালনা ১ নম্বর ও ২ নম্বর ব্লক মন্তেশ্বর কাটোয়া এক ও দুই কেতুগ্রাম মঙ্গলকোটে ও মৎস্য চাষী দিবস উপলক্ষে মাছ চাষ নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
কাটোয়া মহকুমার মৎস্য চাষী দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ , আবুল বাশের মুন্সি, রেজাউল হক ও মেহেবুব চৌধুরী, কাটোয়া দুই নম্বর ব্লকে উপস্থিত ছিলেন সুব্রত মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত সহ অনেকে। মূলত আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের প্রয়োজনীয়তা উৎপাদন বাড়ানোর উপরেই প্রশিক্ষণ বা আলোচনা করেন মৎস্য দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ বাইক দুর্ঘটনায় মৃত এক আহত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584