জৈদুল সেখ,কান্দীঃ
প্রভাব ফেরীর মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান করলো জীবন্তি চেতনা শিক্ষা নিকেতন।জাতীর জনক মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষ্যে তার অহিংসার বাণী ফ্ল্যাশ ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা জীবন্তি বাজার পরিক্রম করে সকাল আটকা থেকে নয়টা পর্যন্ত, এর পর গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উদয়চাঁদপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক মাননীয় কুনাল সরকার এবং উদ্বোধনী ভাষণের মাধ্যমে জীবন্তি পুলিশ ক্যাম্পের সামনে অনুষ্ঠান শুরু হয়।
চেতনা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও একাঙ্ক নাটক এর মাধ্যমে গান্ধীজির মহাত্মকে তুলে ধরে। এই অনুষ্ঠানের সবচেয়ে রোমাঞ্চকর বিষয়ে ছিলো যেমন খুশি সাজো যেখানে দেখানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এবং বিতর্ক ” স্কুলে মিড ডে মিল চালু রাখা উচিৎ ” পক্ষের বক্তার যুক্তিকে খন্ডন করে বিপক্ষের বক্তা প্রথম স্থান অধিকার করেছে সঙ্গে ছিলো মুহুর্মুহু হাততালি।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সফিউর রহমান, রাহিবুল সেখ, মাহফুজ রহমান এছাড়াও বিশিষ্ঠ সমাজ সেবী মির রাকেশ রোশন, গণপতি চন্দ্র, কল্যাণ চন্দ্র, আব্দুল জলিল প্রমুখ।
আরও পড়ুনঃ দ্বিশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে ‘বিদ্যাসাগর’ পুতুল নাটক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584