ঝাড়গ্রামে জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন

0
82

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলায় শোভাযাত্রার মাধ্যমে ২২ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হল । জেলা স্তরের এই অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম শহরে। ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জ অফিস হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুকুমার হাঁসদা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৌশিককুমার পাল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, দপ্তরের জেলার উপ-অধিকর্তা কুশলকুমার পাল, দপ্তরের সহ-অধিকর্তা চঞ্চল দত্ত প্রমুখ। এদিন অনুষ্ঠান উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়।

animal resources
অনুষ্ঠান উপলক্ষে র‌্যালি। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠান এর মাধ্যমে জানা গিয়েছে, এবার ঝাড়গ্রাম জেলা রাজ্যের মধ্যে ডিম ও মাংস উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে। গত ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক জুড়ে অনুষ্ঠান হয়েছে। ঝাড়গ্রাম জেলার সহ-অধিকর্তা চঞ্চল দত্ত বলেন, প্রাণী পালনই গ্রামে আগামী দিনে বিকল্প আয়ের পথ হতে চলেছে। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে প্রাণী সম্পদের ভূমিকা নিয়ে একটি আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ প্রিয় স্মৃতিতে কৃতিদের পুরস্কারের ভাবনা জেলা কংগ্রেসের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here