কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
আদিবাসী-মূলবাসীদের প্রধান উৎসব ‘মকর-পরব’কে ঘিরে জঙ্গলমহলের সর্বত্রই উৎসবের মেজাজ।জঙ্গলমহলে পৌষ সংক্রান্তির আগের রাতটা টুসু পুজোর রাত।ঝাড়গ্রাম,বেলপাহাড়ি, লালগড়ের মতো বিভিন্ন জনপদের হাটেবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে উপচে পড়েছিল জনজোয়ার।রাতভর আদিবাসী-মূলবাসীদের বাড়িতে টুসু পুজোর আয়োজন করা হয়।ফল-মূল,পিঠে ও খই-মুড়কির নৈবেদ্য সাজিয়ে এক রাতে ষোলোবার টুসুমণির পুজো করেন কুমারী ও এয়োতিরা।সারারাত গান শুনিয়ে ‘জাগিয়ে রাখা’ হয়েছিল সমৃদ্ধির দেবী টুসুমণিকে।এদিন বাড়ি-বাড়ি ‘আউছি’ চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় পিঠে।‘মকর-পরবের আগে মকর কুঁয়া তৈরীতে ব্যস্ত খুদেরা।তাল পাতা ও খেজুর পাতা দিয়ে তৈরী হয় মকরকুঁয়া।গত একমাস ধরে গ্রামের খুদে থেকে বড় রা এদিক ওদিক থেকে খেজুর গাছের ডাল ও তাল গাছের ডাল কেটে শুকোতে দেয় মকরের আগের দিন মকরকুঁয়া তৈরী করব বলে।পৌষ মাসের সংক্রান্তির দিন মকরপরব নামে পরিচিত।এদিন ভোর বেলায় স্নান সেরে নতুন জামা কাপড় পরে তারপর মকরকুঁয়াতে আগুন ধরিয়ে আগুন পোয়াতে থাকে সবাই।তারপরে বাড়ি ফিরে পিঠে খাওয়ার পালা।এত কিছুর মধ্যেও কোথাও চলে মোরগ-লড়াই। কোথাও আবার পার্বণী-মেলা।অভাবের বারোমাস্যার মধ্যেও কয়েকটা দিনের জন্য দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠে সকলেই।
আরও পড়ুনঃ পৌষের শেষে অজয়ের তীরে শুরু কেন্দুলির জয়দেব মেলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584