শ্যামল রায়,বর্ধমানঃ
শনিবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কারনা কাটোয়া মহকুমা জুড়ে সর্বত্র বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান ও তার জীবনী নিয়ে আলোচনা ও কবিতা পাঠ হয়।
কালনা শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়াম সংলগ্ন স্থানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান সহ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মাতৃভাষা পত্রিকা। পত্রিকার সম্পাদক কৃপা লাল চৌধুরী , মোহন সাহা তাপস কারফা ।
নজরুলের মূর্তিতে মাল্যদান করে তার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
এছাড়াও নতুন সকালের ব্যবস্থাপনায় নৃত্য নজরুলগীতি এবং নজরুলের মূর্তিতে মাল্যদান হয়। ছিলেন মৌসুমী রায় কারফা ,ঝুমা সাহা বুদ্ধদেব মুখোপাধ্যায় সুচিত সান্যাল সহ অনেকে।
এছাড়াও পূর্বস্থলী কাটোয়া শহরে ও নজরুলের মূর্তিতে মাল্যদান এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলার রাইটাস ফোরামের তরফ থেকেও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার স্মরণে কবিতা পাঠের আসর হয়। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য সম্পাদক শ্যামল রায় ও রাজ্য সহ-সভানেত্রী চন্দনা মন্ডল মনোরঞ্জন সাহা সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584