মেদিনীপুরে বর্ণময় নজরুল স্মরণ

0
179

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃ

গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে শনিবার মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর হল ময়দানে নজরুল মূর্তির পাদদেশে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী।

নিজস্ব চিত্র

আজ সকালে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানে​র সূচনা হয়। পুষ্পার্ঘ্য অর্পণের পর নজরুল মূর্তি সংলগ্ন গণণাট‍্য সংঘের ৭৫ তম বর্ষ উৎসবের অনুষ্ঠান মঞ্চে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধার​ সাথে স্মরণ করা হলো বিদ্রোহী কবি কে।

নিজস্ব চিত্র

সংগীত পরিবেশন করেন শিল্পী কাঞ্চন প্রধান, সুনীল বেরা, দেবীদাস দত্ত ,রাজ‍্যশ্রী রায় প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন বিশ্বজিৎ কুন্ডু সহ স্বর ধ্বনি, সৃজনী, আবৃত্তি শিল্পী সংসদের সদস্য-সদস‍্যা সহ আরো অনেকে। সমবেত নৃত্য পরিবেশন করে কালিকা নৃত‍্যালয় ও লাস‍্য ডান্স একাডেমীসহ অনান‍্য শিল্পী বৃন্দ।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী জয়ন্ত সাহা, প্রবীণ কবি নিলয় মিত্র, ছড়াকার বিদ‍্যুৎ পাল, রধীন ধর সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন লেখক শিল্পী সংঘের জেলা সম্পাদক বিজয় পাল ও গণনাট্য সংঘের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here