নদীয়ায় নজরুল জয়ন্তী

0
83

শ্যামল রায়,নদীয়াঃ

শনিবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। জন্মদিন উপলক্ষে জেলার সর্বত্র নজরুল জয়ন্তী উদযাপিত হল।

জানা গিয়েছে যে, নদিয়ার কৃষ্ণনগরে গ্রেস কটেজ একসময় কয়েক দিন বসবাস করেছিলেন নজরুল। এখানে থাকাকালীন চরম অসুস্থ হয়ে পড়েন তিনি। এখানে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন কবি রবীন্দ্র কুমার হালদার সহ অনেকে। এছাড়াও বাংলার রাইটস ফোরামের পক্ষ থেকেও নজরুলজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান রাইটস ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায় সহকারি সভানেত্রী চন্দনা মন্ডল সহ অনেকে।

নিজস্ব চিত্র

এছাড়াও নবদ্বীপ শহরে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়, নবদ্বীপ নবসঙ্গ ক্লাব থেকে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়।
রানাঘাটে নজরুল জয়ন্তী উদযাপিত হয়।

কবিদের প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান মিহির মিত্র সুব্রত দাস দীনেশ হাজারী সহ অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here