শ্যামল রায়,নদীয়াঃ
বিরাটী পঞ্চশীল ভাটিকার তৃতীয় বর্ষের দুর্গাপূজা সাবেকি আবহে হলেও চার লাইনের অনেকগুলি পদ্যকবিতার ব্যানারের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেছেন। সেইদিক দিয়ে দেখতে গেলে এবারে তাদের পূজার থিম ‘অশুভের বিনাশ’।তাই তাদের প্রতিমাও নটরাজ আঙ্গিকের।শুধু এতেই তারা সামাজিক কর্তব্য শেষ করেনি।পরিচালক কান্তা চক্রবর্তীর হাতে উদ্বোধনের দিন দমদমের ১ নং প্ল্যাটফর্মে পথশিশুদের জন্য বিদ্যালয়কে বেশ কিছু অর্থ তাঁরা তুলে দেবেন।
আবাসনের দেখভালের দায়িত্বে যে বাইশ জন কর্মী আছেন তাদের প্রত্যেকের হাতেও বেশ কিছু অর্থ তুলে দিয়েছেন এই আবাসনের পূজা কমিটি।এসব ছাড়াও পঞ্চমী থেকে দশমীর প্রতিটি সন্ধ্যা নানারকমের অনুষ্ঠানে জমিয়ে রাখবেন এই আবাসনের খুদে থেকে বড়োরা।সাংস্কৃতিক অনুষ্ঠান এর যুগ্ম আহ্বায়ক শর্মিষ্ঠা বসু র কথাতে সকল আবাশিক এর সহযোগিতায় পঞ্চমী থেকে দশমী একঝাঁক মনকারা অনুষ্ঠান প্রস্তুত আছে সকলের জন্য আর যা ছাড়া বাঙালির দুর্গাপূজা অসম্পূর্ণ সেই ভুরিভোজের ব্যাবস্থাও জিভে জল আসার মতো।পঞ্চমীর দিন এই পূজোর উদ্বোধন করবেন বিখ্যাত ফুটবলার দেবজিত ঘোষ।পূজা কমিটির সভাপতি শ্রী পূর্ণেন্দু ভট্টাচার্য বলেন, “সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দের ভাগীদার করাই আমাদের পূজার মূল উদ্দেশ্য”।
আরও পড়ুনঃ অঙ্কন প্রতিযোগিতায় উঠে এল পৌরসভার দাবি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584