নাহিদা বেগম,হুগলিঃ
ভারতপথিক রাজা রামমোহন রায়ের জন্মভূমি খানাকুল থানায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হল তাঁর ২৪৭ তম জন্মদিন।
খানাকুল থানার অন্তর্গত রাধা নগরে রামমোহনের জন্মভিটাতে ‘রাধানগর রাজা রামমোহন কম্ মেমোরিয়াল এণ্ড কালচারাল অর্গানাইজেশন ‘ এর উদ্যোগে মঙ্গলবার পালিত হয় রাজা রামমোহনের জন্মদিন। এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার প্রমুখ। এদিন রামমোহন রায়ের জীবন ও দর্শন সংক্রান্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আকর্ষণীয় এই অনুষ্ঠান করা হয়। অরগানাইজেশনের সভাপতি ড: পরেশ চন্দ্র দাস বলেন ‘ বিশেষ করে যুব সমাজের মধ্যে রামমোহনের আদর্শকে ছড়িয়ে দেওয়া এবং তার স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণ করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এদিন স্থানীয় কৃষ্ণনগর রামমোহন বালিকা বিদ্যালয়ে রামমোহনের আবক্ষ মর্মর মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে একটি বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা দেবযানী মদ্দুনে জানিয়েছেন, ‘ বিশিষ্ট শিক্ষাবিদ ড: পরেশ চন্দ্র দাস মূর্তি নির্মাণের আর্থিক সাহায্য করেছেন। বিদ্যালয়ের সহ শিক্ষক- শিক্ষিকা এবং স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় তা স্থাপন করা হলো।’ এদিন এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানাকুল-১ এর বিডিও অমর বিশ্বাস, শিক্ষাবিদ ড: পরেশ চন্দ্র দাস, সাহিত্যিক দেবাশীষ শেঠ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584