শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যানগর গয়ারাম দাশ বিদ্যামন্দির ও প্রশান্ত দাশগুপ্ত কলেজের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো।এই বসন্ত উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।উপস্থিত ছিলেন বসন্ত উৎসব কমিটির সম্পাদক বিভাস বিশ্বাস, জেলা পরিষদের অধ্যক্ষ দেবাশীষ নাগ,জেলা পরিষদের সদস্য অশোক বিশ্বাস সহ একাধিক বিশিষ্টজনেরা।
বসন্ত উৎসব উপলক্ষ্যে শান্তিনিকেতনের মত কলেজের স্কুলের ছাত্রছাত্রীরা আবীর খেলায় মেতে ওঠেন এবং প্রশান্ত দাস গুপ্ত কলেজের ছাত্রীরা সংগীত পরিবেশন করেন বসন্ত উৎসব এর সূত্র ধরেই।এছাড়াও অনুষ্ঠিত হয় গ্রামীণ কবি উৎসব।কবি সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশীষ নাগ।উপস্থিত ছিলেন অশোক বিশ্বাস , প্রতিভা গাঙ্গুলী,প্রদীপ কবিরাজ,বিকাশ বিশ্বাস, শিব শঙ্কর বকশি,সরজিত বিশ্বাস,শৈলেন্দ্র নাথ চক্রবর্তী,শিব শঙ্কর বক্সী,চৈতন্য দাস প্রমুখ।
এই কবি সম্মেলনে শতাধিক কবি কবিতা পাঠ করেন।উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন সঞ্জীব বসাক,তমা সরকার,মনীষা দে, বাবলী সাহা, হরেন্দ্র নাথ গোস্বামী,নিমাই চন্দ্র বিশ্বাস, বিকাশ সরকার ,জয়ন্ত হালদার ,জয়া ঘটক, ঝরনা ভট্টাচার্য্য, রনিতা মল্লিক,শ্রাবন্তী মন্ডল, বিভু মুখোপাধ্যায়, সুবাস হালদার ,রনিত নিয়োগী, শুক্লা দেবনাথ, উজ্জ্বল দাস, সূর্যকান্ত দেবনাথ,অদ্ভুত প্রামাণিক, মঞ্জু আচার্য,সুশান্ত ঘোষ,সুস্মিতা বাগ, গুরুচরণ শহর প্রমূখ।
আরও পড়ুনঃ বসন্ত উৎসব ঘিরে উদ্দীপনা কোচবিহারে
অনুষ্ঠানে বাউল শিল্পী ছিলেন নারায়ণ দাস বাউল এবং সরজিত খেপা বাউল সহ অনেকে।
বৈশাখী শিশু নিকেতনের ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন।এছাড়াও শিবনাথ টিচার ট্রেনিং স্কুলের ছাত্রীর নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কবি সাংবাদিক শ্যামল রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584