পিয়ালী দাস, বীরভূমঃ
আজ মহঃবাজার ব্লকের আঙ্গারগড়িয়াতে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গুচ্ছ সম্পদ কেন্দ্র, মহঃবাজার চক্রের আয়োজনে এবং কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় একটি আলোচনা চক্র ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া সাংসদ শ্রীমতি শতাব্দি রায়, সভাধিপতি বিকাশ রায় চৌধুরী,সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা,দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের স্বামী সুরোত্তমানন্দ, আকালিপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের স্বামী বাগীশানন্দ পুরী, সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর কয়ারী প্রমুখ।
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের বাণী এবং তার জীবনের ঘটনাগুলো বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হয় ছাত্র ছাত্রীদের কাছে এবং আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।শিকাগো ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। বর্তমানে যে রক্ত সংকট তা কিছুটা মেটানোর জন্যই এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্ত দান করেন এবং এর সাথে সাথে কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের ইনডোর কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মাননীয়া সাংসদ শতাব্দি রায়ের হাত দিয়ে।
আরও পড়ুনঃ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমরমিয়ে মধু চক্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584