কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মবার্ষিকী উদযাপন

0
150

শ্যামল রায়,কালনাঃ

২৬ শে জুন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ১৩৩ তম জন্মদিন। কবির জন্মদিনে পাতিল পাড়ায় কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত গবেষণাগারের সভাপতি প্রণব রায়। সকালে প্রতিকৃতিতে মাল্যদান এরপর সিঙেরকোন ঐক্যতান হলঘরে কবি সম্মেলন এর সূচনা হয়। কবি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন গবেষণাগারের সভাপতি তথা কবিতা উৎসবের আহবায়ক প্রণব রায় দিলীপ সেনগুপ্ত সাংবাদিক শ্যামল রায় ও মৈত্রী বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান হয়। মাটির গান পরিবেশন করেন সংযুক্তা রক্ষিত। কবি সম্মেলনের মঞ্চে অতিথিদের মধ্যে ছিলেন তারকেশ্বর চট্টরাজ দুর্গাপদ মন্ডল প্রমুখ।

নিজস্ব চিত্র

কবিতা পড়েন সন্ধ্যা সাহা কুমার সাহা রমা দেবনাথ গৌতম ঘোষ সঞ্জয় গোস্বামী উদয় চাঁদ কুন্ডু পল্লব চট্টোপাধ্যায় অশোক দত্ত চৈতন্য দাস রমলা মুখোপাধ্যায় সহ পঞ্চাশ জন কবি।
কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত গবেষণাগারের সভাপতি প্রণব রায় বলেন ইতিমধ্যে আমরা স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর আর্থিক তহবিলে একটি ভবনি করা হয়েছে ওখানেই একটি লাইব্রেরী করার উদ্যোগ আমরা নিয়েছি এছাড়াও কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের নামে যে গবেষণাগার করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি আশা করি তা বাস্তবায়িত করা হবে। এছাড়াও আমরা এরপর থেকে প্রতি বছর কবির জন্মদিনকে সামনে রেখে কবিতা উৎসব করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here