ঐক্যের আহ্বান জানিয়ে ক্রীড়া দফতরের রাখী বন্ধন উদযাপন

0
111

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রবিবার ২৬ আগস্ট, ফালাকাটা ব্লক যুব দপ্তর ও ক্রীড়া দফতরের উদ্যোগে ফালাকাটা চৌপথিতে উদযাপিত হলো রাখী বন্ধন উৎসব।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও স্মৃতা সুব্বা, প্রাক্তন সভাপতি সন্ধ্যা বিশ্বাস,নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য সন্তোষ বর্মন, ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি রনেশ রায় তালুকদার,ফালাকাটার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা,গনজাগরণ মঞ্চ,অন্যান্য বিভিন্ন সংগঠন এবং শতাধিক লোক।আজকের এই অনুষ্ঠানে একে অন্যের হাতে রাখী পড়িয়ে ভ্রাতৃত্বের বার্তা জনগণের কাছ পৌছে দেন।

ঐক্যের বন্ধন।নিজস্ব চিত্র

এই রাখী বন্ধনকে কেন্দ্র করে ফালাকাটায় জনমানসে খুশির হাওয়া বইছে।ফালাকাটার বি ডি ও স্মৃতা সুব্বা বলেন, ১৯০৫ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলা ভাগ হয়ে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য রাখী পরিয়েছিলেন।সেই ভ্রাতৃত্ব বোধ আমাদের বজায় রাখতে হবে। জেলা পরিষদের সদস্য সন্তোষ বর্মন বলেন, আজ চারিদিকে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হচ্ছে তা আমাদের রুখতে হবে।সবাই ঐক্য বদ্ধ ভাবে চলতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here