নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলার কেশপুর ব্লকের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত আনন্দপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ চেতনা ও সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে আনন্দপুর উদয় সংঘ যোগ ব্যায়াম শিক্ষা নিকেতনের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষ্যে যোগনৃত্য ও যোগব্যায়াম প্রদর্শনীর মধ্যদিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী উদয় সংঘ ক্লাব ময়দান থেকে শুরু হয়ে গোটা আনন্দপুর এলাকা পরিক্রমা করার পর পুনরায় ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
রাস্তার মোড়ে মোড়ে সংস্থার শিক্ষার্থীরা যোগব্যায়াম ও যোগনৃত্য পরিবেশন করে। সুস্থ ও নীরোগ শরীরের লক্ষ্যে এবং সাংস্কৃতিক বিকাশের সাথে সাথে ,শিশু ও কিশোর মনকে মোবাইল, ইন্টারনেট, বোকাবাক্সের বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে উদ্যোক্তারা জানান।এই শোভাযাত্রায় সংস্থার শতাধিক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক- অভিভাবিকাসহ আনন্দপুর এলাকার বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতিপ্রেমী ব্যাক্তিবর্গ। এই কর্মসূচিতে যোগ দেন প্রধান প্রশিক্ষক শোভন কুমার গোস্বামী, প্রাক্তন গ্রামপ্রধান দেবাশীষ রায়, সমাজসেবী দিলীপ গোস্বামী, রঞ্জিত চাবরী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এই উদ্যোগের মূল কারিগর, প্রধান প্রশিক্ষক ও শিক্ষা নিকেতনের সম্পাদক শোভন কুমার গোস্বামী বলেন “গ্রাম বাংলায় যোগ ব্যায়াম শিক্ষার প্রসার ও সুস্থ দেহের পাশাপাশি সুস্থ সমাজ ও দেশ গঠনই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য “। শোভাযাত্রায়,শিক্ষার্থীদের যোগব্যায়াম প্রদর্শনী সম্মিলিত ট্যাবলোগুলি রাস্তার দুধারে থাকা মানুষজনের বিশেষ দৃষ্টি আকর্ষন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584