মালদা, ২১ জুন : বেপরোয়া লরির ধাক্কায় মৃত ৪ আহত ২। দুর্ঘটনাটি ঘটেছে, মোথাবাড়ি থানার মালদা কালিয়াচক রাজ্যে সড়কে। আহতদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার রাত্রে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায় বেপরোয়া একটি লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। তার থেকে কিছু দূরে লরির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। অন্যদিকে লরির ধাক্কায় মৃত্যু হয়
এক মহিলার ও। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘাতক লড়িটিকে আটক করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম,রুমেলা বিবি(৩৩),রিয়াজ আলী(১৬) এরা সম্পর্কে মা এবং ছেলে। সাইকেল আরোহী নাজিমুল সেখ(৩২) এবং গীতা মন্ডল(৪৫)। আহত জাকির হোসেন সহ এক শিশু চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584