পাঁচনের কেরামতি দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন

0
70

পিয়ালী দাস, বীরভূমঃ

celebration Day with Pancham karamati
পাঁচন হাতে মিছিল।নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাঁইথিয়া ব্লকের বনোগ্রাম পঞ্চায়েতে প্রধান তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী পাঁচন হাতে মিছিল করল আজ।
প্রত্যেক নির্বাচনের আগে কেষ্টর মুখে শোনা যায় ভিন্ন ভিন্ন কেষ্ট বচন।কখনো বলেছেন চড়াম চড়াম করে ঢাক বাজানোর কথা,কখনো বা জয়ঢাক,তো কখনো গোলাপ বিতরন।বিগত পঞ্চায়েত ভোটের আগে তার নতুন বচন ছিলো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায়ই, যা দেখে বিরোধীরা নমিনেশন ফাইল করতে ভয় পাবে।আর এ বছর লোকসভা ভোটের আগে অনুব্রত মন্ডলের নতুন কথা পাঁচনের বাড়ি।
লোকসভা ভোটের আগে অনুব্রত মণ্ডলের প্রত্যেক জনসভাতেই তার মুখে শোনা গেছে পাঁচনের কথা।অনুর্বর জমিকে উর্বর করতেই বাচনের প্রয়োগ করতে বলেছে অনুব্রত মণ্ডল। লোকসভা ভোটের ঠিক দু’দিন আগে শুরু হবে পাঁচনের বাড়ি।পাঁচনের রাজনীতি নিয়ে বিরোধী ও শাসক দলের রাজনৈতিক তরজা তুঙ্গে।নলহাটির একটি জনসভাতে তৃণমূলের কর্মীরা অনুব্রতর হাতে তুলে দিয়েছিল পাঁচন। অনুব্রত মণ্ডল সেই পাঁচন পেয়ে খুবই খুশি হয়ে বলেছিলেন ফাইন চাষ হবে।এমত অবস্থায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সেই পাঁচন হাতে মিছিল করল তৃণমূল।সাঁইথিয়া ব্লকের বনোগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সাবের আলী। এই মিছিল এই বিশেষ আকর্ষণ ছিল প্রত্যেক তৃণমূল কর্মীর হাতে হাতে পাঁচন।সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলি বলেন,অনুব্রত মন্ডলের নির্দেশ আছে,গ্রামে গ্রামে পাঁচনের কেরামতি দেখাতে হবে, তাই এই মিছিলের আয়োজন।

আরও পড়ুন: দাড়িভিটে পুলিশ,বিক্ষোভ স্থানীয়দের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here