লাস‍্য ডান্স অ‍্যাকাডেমির পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন

0
141

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর শহরের অগ্রণী নৃত্য প্রশিক্ষণ সংস্থা লাস‍্য ডান্স অ‍্যাকাডেমীর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান ও শিক্ষক,গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায়। শহরের রবীন্দ্র নিলয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত‍্যানুষ্ঠান পরিবেশন করেন অ‍্যাকাডেমির শিক্ষার্থীরা।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী,বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট বাচিক শিল্পী অমিয় পাল,নৃত্যশিল্পী স্বস্তি মুখার্জি,সঙ্গীত শিল্পী হায়দার আলি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,উপদেষ্টা তরুণ ভট্টাচার্য,সংস্কৃতিকর্মী জয়ন্ত মন্ডল,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন,রবীন্দ্রনাথ ও রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ‍্যক্ষা বিশিষ্ট নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য।ছড়ার গান, রবীন্দ্রনৃত‍্য,শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করলেন সংস্থার কচিকাঁচা থেকে বড়রা।শাস্ত্রীয় নৃত্য দুরন্ত পারফরমেন্স করে সবার নজর কাড়লো সূচনা,সম্পূর্ণা,নেহা, পাপিয়া,পূজা,শিখতা, সঞ্চিতা,দিব‍্যেন্দু,শুভশ্রী, ঋতুপর্ণারা।এদিনই ড.বিবেকানন্দ চক্রবর্তী ও অন্যান্য গুণীজনদের হাত ধরে উদ্বোধন হলো সংস্থার নিজস্ব ওয়েবসাইট।

নিজস্ব চিত্র

ইন্দ্রনীল মাইতি সহ অন্যান্যদের সহযোগিতায় গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অনন‍্যা পান্ডে।শেষলগ্নে সংস্থার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তপস্বিনী ভট্টাচার্য।

আরও পড়ুনঃ অবসরকালীন টাকা দিয়ে ডিজিট্যাল ক্লাস রুম উপহার শিক্ষকের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here