রামতনুনগর হাই মাদ্রাসার সুবর্ণজয়ন্তী পূর্তি উদযাপন

0
85

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

Celebration of Golden Jubilee of Ramnagar High Madrasah
নিজস্ব চিত্র
Celebration of Golden Jubilee of Ramnagar High Madrasah
নিজস্ব চিত্র

রামতনুনগর হাইমাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল।জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংখ্যালঘু দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।উপস্থিত ছিলেন রাজ্য হাইমাদ্রাসা দফতরের জোনাল সেক্রেটারি সফিউদ্দিন পাইক।ছিলেন মধুসুধনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান।১৬৬৯ সালে প্রতিষ্ঠা হবার পর ১৯৭১ সালে হয় জুনিয়র হাইমাদ্রাসা।২০০৭ সালে এপ্রিল মাসে অনুমদিত হয় হাইমাদ্রাসা।বর্তমানে রয়েছে ৬৬০ জন ছাত্র ছাত্রী।১৫ জন শিক্ষক শিক্ষিক নিয়ে চলছে পঠন পাঠন।কাকদ্বীপ ব্লকের মধুসুধনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগর গ্রামে।একটা সময় শিক্ষা মানচিত্রে পিছিয়ে ছিল। সময়ের সাথে সাথে বদলেছে রামতনুনগর গ্রাম।বদলেছে রাস্তা ঘাট গ্রামের রূপ।মান বেড়েছে শিক্ষার। অবৈতনিক বিদ্যালয় রয়েছে এই গ্রামে।দূরবর্তী এলাকায় পড়তে যেতে আগে সমস্যার সৃষ্টি হত।হাইমাদ্রাসা পাওয়ার পর বৃদ্ধি পায় এই এলাকায় সংখ্যালঘুর শিক্ষার মান।তিনদিন ধরে চলবে মধুসুধনপুর রামতনুনগর হাইমাদ্রাসার অনুষ্ঠান।এদিন ৫০ জন দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন মন্ত্রী গিয়াস মোল্লা।হাইমাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি খেলার মাঠ সহ ছাত্র নিবাস করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।রাজ্য জুড়ে হাই মাদ্রাসার উন্নয়নে কর্মযোগ্য গড়া হবে । প্রধান শিক্ষক মোঃ সামসুদ্দোহা লস্করের উদ্দ্যোগে চলে অনুষ্ঠান।তিনি জানান দশম শ্রেনী পর্যন্ত চলে পঠনপাঠন।বৃদ্ধি পেয়েছে আরবী সহ কম্পিউটার প্রশিক্ষন। খেলার মাঠ না থাকায় সমস্যা হয় ছাত্র ছাত্রীদের।

Celebration of Golden Jubilee of Ramnagar High Madrasah
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ব্রিগেড প্রচারের পদযাত্রায় মানস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here