ঐতিহাসিক বালুরঘাট দিবস উদযাপন

0
124

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

Celebration of historic Balurghat Day | newsfront.co
নিজস্ব চিত্র

সালটা ছিল ১৯৪২, সারা ভারত যখন ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে কাঁপছে ঠিক তখনই বালুরঘাটের কৃতি সন্তান সরোজরঞ্জন চ্যাটার্জি, পুলিন বিহারী দাশগুপ্ত সহ দশ হাজার মানুষ ১৯৪২ সালের ১৪ই সেপ্টেম্বর তীব্র আন্দোলনের মাধ্যমে দুই দিনের জন্য বালুরঘাটকে ইংরেজ শাসন মুক্ত করেছিলেন এই ধরনের আন্দোলনের ঘটনা এই দেশে তমলুক সহ আর মাত্র পাঁচটি জায়গায় হয়েছিল।

Celebration of historic Balurghat Day | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এই ঐতিহাসিক ঘটনাকে স্মরন করে বালুরঘাটবাসী প্রতি বছর বালুরঘাট দিবস পালন করে থাকে। এই বছরও তার অন্যথা হয়নি। আজ সকালে বালুরঘাটের ডাঙ্গী ঘাট থেকে বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে উদ্যোক্তার শোভাযাত্রা করে বালুরঘাটের টাউন হল সংলগ্ন এলাকায় আসেন।

এরপর দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মলের উপস্থিতিতে বালুরঘাট দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে জেলা শাসক নিখিল নির্মল ছাড়াও অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক ও প্রনব ঘোষ, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলা শাসক জাতীয় পতাকা উত্তলন করে এবং শহীদ বেদীতে মাল্যদান করে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন।

আরও পড়ুনঃ রোজগারের আশায় বায়নার খোঁজে সত্যাডিহির ঢাকিরা

এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট জনেরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বালুরঘাট দিবস পালন করেন। বালুরঘাটের কৃতি সন্তান সেই সমস্ত বীর সংগ্রামীদের স্মরন করতে বালুরঘাট দিবস উদযাপন কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের আপামর জনগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here