মালদহে মহাসমারোহে উদযাপিত মহরম

0
99

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

celebration of Maharam at Malda | newsfront.co
নিজস্ব চিত্র

গোটা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহাসমারোহের সাথে উদযাপন হল পবিত্র মহরম উৎসব। ইংরেজবাজার শহরে মহরম উৎসবে পা মেলান জেলা তৃণমূল নেত্রী মৌসম নূর সাংসদ আবু হাসেম খান চৌধুরি সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও হরিশ্চন্দ্রপুর,রতুয়া, চাঁচল সহ কালিয়াচকের বিভিন্ন এলাকায় পালিত হল মহরম উৎসব।মহরমকে কেন্দ্র করে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সুষ্ঠভাবে সম্পূর্ণ হয় মহরমের উৎসব।

celebration of Maharam at Malda | newsfront.co
নিজস্ব চিত্র

মহরম কথাটির অর্থ হচ্ছে শোক প্রকাশ যদিও এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় লাঠিখেলা প্রচলন রয়েছে তারই অঙ্গ হিসাবে এই মহরম মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ফাতিহা এবং লাঠি খেলা।

আজ মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আজকের দিনেই হযরত মুহাম্মদের দুই প্রিয় নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন কুফার শহরের হাশরের ময়দানে শহীদ হয়েছিলেন সেই দিনটিকে সামনে রেখেই আজকেই মহরম পালন পালিত হচ্ছে। মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সালাবৎ গঞ্জ গ্রামে দরগার সামনে দেখা গেল বিভিন্ন ধরনের লাঠি খেলা এবং কসরত।

আরও পড়ুনঃ মহরম ঘিরে উদ্দীপনা আলিপুরদুয়ারে

এই লাঠি খেলার জন্য দূর-দূরান্ত থেকে দলে দলে এসেএ দরগার সামনে এসে লাঠিখেলা প্রদর্শন করে ,যেমন মালদা জেলার লাঠি খেলার দলের মধ্যে সেরা দল পীরপুর দলকে লাঠি খেলা খেলতে দেখা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here