নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ বিশ্ব নবী দিবস। আজ হজরত মহম্মদ এর জন্মদিন। সারা বিশ্বের মুসলিম ভাইয়েরা এই দিনটিকে স্মরণ করেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে। পৃথিবী সৃষ্টির আদি থেকে আজকের এই হাইটেক যুগে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অবিশ্বাস এর বাতাবরণ।
সৃষ্টি হয়েছে হিংসা, হয়েছে অন্যায় অত্যাচার, জাতি জাতিতে ভেদাভেদ, মানুষের মনের মধ্য থেকে শয়তান এর আত্মপ্রকাশ ঘটেছে। আজকের এই দিনে আমাদের মনের শয়তানকে ধ্বংস করার জন্য শান্তি, অহিংসা, সৌন্দর্য, সৌভ্রাতৃত্বের আহ্বায়ক হিসেবে এই সূজলা সুফলা ধরিত্রীতে জন্মগ্ৰহন করেন আল্লাহর মহান সন্তান হজরত মহম্মদ। তাঁর মুখ নিঃসৃত বানী যা ইসলাম ধর্ম নামে পরিচিত। ইসলাম মানে শান্তি, অহিংসা, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি। তাঁর এই জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বের শান্তিপ্রিয় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষগন বিশ্বনবী দিবস হিসেবে পালন করেন।আজ সারা বিশ্বের তথা সারা দেশের সঙ্গে আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে পবিত্র এই উৎসব। মেদিনীপুর শহরে টাউন মুসলিম কমিটির উদ্যোগে বিশ্বশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বাইক মিছিলের কর্মসূচি শুরু হয়।
এই মিছিলের উদ্ধোধন করেন জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া। উপস্থিত ছিলেন টাউন মুসলিম কমিটির সভাপতি শেখ মিরাজ শাহ্, সম্পাদক সৈয়দ আলকাদেরী, ডাঃ এরশাদ আলী, জেলা পরিষদের সদস্য রমা প্রসাদ গিরি সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ। অপরদিকে ডেবরা ব্লকে স্থানীয় বিধায়িকা সেলিমা খাতুন এর নেতৃত্বে ঐকান্তিক মহিলাগোষ্ঠী র পরিচালনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ডেবরা অডিটোরিয়ামে দুই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের, বিভিন্ন স্তরের মানুষ এর অংশগ্রহণ চোখে পড়ার মতো। রয়েছে মহিলাদের রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়া ও সবং এ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি ও কর্মাধ্যক্ষ আব কালাম বক্স এর নেতৃত্বে , পিংলা য় জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতির নেতৃত্বে বিশ্ব নবী দিবস পালিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584