পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্ম জয়ন্তী।এই উপলক্ষে কবিগুরুর জন্ম জয়ন্তী পালন করল নৃত্য ছন্দ এক্যাডেমি।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এদিন উপস্থিত ছিলেন আকাশ বাণীর গীতিকার ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চক্রবর্ত্তী, আকাশবাণী দূরদর্শনের সাংবাদিক তন্ময় চক্রবর্তী, সাংবাদিক পিয়া গুপ্তা,রাজ ঠাকুর ও বিশিষ্ট সমাজ সেবক চন্দন ঘোষ।
আরও পড়ুনঃ ভিন্ন ধারায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন
এদিন রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গিয়ে এদিন তপন চক্রবর্তী বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির মননে ও সৃজনে জ্যোর্তিময় এক প্রতীক।বাঙালির প্রাণের মানুষ তিনি।কবিগুরু প্রায় একক প্রচেষ্টায় বাংলা সাহিত্যকে আধুনিকতায় উজ্জ্বল করে তুলে বিশ্বসাহিত্য আসরে সুপ্রতিষ্ঠিত করে বাংলা ও বাঙালিকে অনন্য এক মর্যাদার আসনে বসিয়েছেন।এ প্রবল অনুরাগ ও অকুন্ঠ শ্রদ্ধার আসনে প্রতিটি বাঙালির প্রাণে তার অধিষ্ঠান।
এদিন নৃত্য ছন্দ এক্যাডেমির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান সকলে।নৃত্য ছন্দ একাডেমির কর্ণধার রিয়া রায় জানায় তারা প্রতিবারের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান করলেন।
এদিনের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেন নৃত্য ছন্দ একাডেমির শিশু শিল্পী পৌলমি দেব,অমৃতা মোদক, বৃষ্টি মোদক এছাড়া ছিল সঙ্গীত শিল্পী অভিষেক ভটটাচার্য্য,অভিজিৎ রায়, দিপা সরকার প্রমুখ।এদিনের এই মনোজ্ঞ অনুষ্ঠানে অসংখ্য ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584