নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

“আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী,প্রভাতের রৌদ্রে-লেখা লিপিখানি হাতে করে আনি দ্বারে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ।”

বাঙ্গালীর প্রাণের ঠাকুর, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন প্রান্তে।

সকাল থেকেই এদিন শহরের আকাশ বাতাসে গুঞ্জরিত হচ্ছে রবীন্দ্রনাথের গান। সকাল থেকেই শহরবাসী রবীন্দ্রবন্দনায় মেতে উঠেছে। এদিন সকালে মাদারিহাট গ্রাম পঞ্চায়েত কনট্রাকটর অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।এদিনের শোভাযাত্রায় মাদারিহাটের সমস্ত স্তরের মানুষ পা মেলান।
আরও পড়ুনঃ জন্মবার্ষিকী পালনের পূর্বে ক্ষুদিরাম মূর্তি সংস্কারের উদ্যোগী ডি ওয়াই এফ আই



তারপর মাদারিহাট রবীন্দ্র ভানু পার্কে কবির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।সকাল থেকেই ডুয়ার্সের ফালাকাটা , বীরপাড়া,মাদারিহাট, কালচিনি সহ বিভিন্ন জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়।

এদিকে,আলিপুরদুয়ার-বামনহাট ট্রেনে রবীন্দ্রজয়ন্তী পালন করে প্রান্তিক নাট্য সংস্থা।ট্রেনের মধ্যেই কবিতা, আবৃত্তি,রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যরা।বিভিন্ন স্ট্রেশনে নেমেও অনুষ্ঠান করেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584