রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে উদযাপিত হল সংস্কৃত সপ্তাহ

0
390

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

celebration of Sanskrit week at raiganj university | newsfront.co
নিজস্ব চিত্র

ভারত সরকার কর্তৃক অনুমোদিত রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান দ্বারা পরিচালিত অনৌপচারিক সংস্কৃত শিবির মহাসমারোহে পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

celebration of Sanskrit week at raiganj university | newsfront.co
নিজস্ব চিত্র

আজকের অনুষ্ঠানের আয়োজক ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান ডাক্তার প্রশান্ত কুমার মহলা। বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগেরশিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী গবেষক গবেষিকা এবং সমাজের বিভিন্ন স্তরের সংস্কৃতানুরাগী ব্যাক্তিগন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের সঙ্গে অতিথি অধ্যাপক হরিদাস সূত্রধর দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। স্বাগত সংগীত ও রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান এর কুলগিত পরিবেশন করেন সংস্কৃত বিভাগের ছাত্রীরা। স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার।

celebration of Sanskrit week at raiganj university | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি ভারতীয় ঐতিহ্য অনৌপচারিক সংস্কৃত শিখন বিষয়ে সমৃদ্ধ ভাষণ দেন। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কালিশংকর তিওয়ারি। তার ভাষণে সংস্কৃত ব্যাকরণ দর্শন কাব্য ভাষাবিজ্ঞান প্রভৃতি বিষয়ে গভীরভাবে আলোচনা করে ন। কলা বিভাগের অধ্যক্ষ ডঃ দীপক কুমার রায় সংবিধানের সংস্কৃত ভাষার স্বীকৃতি সংস্কৃতি গবেষণা কাজের পরিধি প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে ন।সংস্কৃত ভারতের বেঙ্গালুরু থেকে আগত অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ ডক্টর পি নন্দকুমার সংস্কৃত ভাষার সাম্প্রতিক প্রাসঙ্গিকতা সংস্কৃতি কথোপকথন প্রয়োজনীয়তা অনোপচারিক সংস্কৃত শিখনের উদ্দেশ্য বিশদে ব্যাখ্যা করেন।সংস্কৃত ভারতীয় উত্তরবঙ্গ প্রান্তরে পরিচালক কমল শর্মা সংস্কৃত ভাষার প্রচার ও প্রসার বিষয়ে সুমধুর বক্তব্য পেশ করেন।

সংস্কৃত ভারতী তথা রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক নিযুক্ত প্রশিক্ষিকা কৃষ্ণপ্রিয়া হাতি অনৌপচারিক সংস্কৃত শিখন পাঠক্রম বিষয় বলেন সমাজের সকল স্তরের সংস্কৃত অনুরাগী মানুষ মাত্র ৫০০ টাকা ভর্তি ফি দিয়ে এক বছরের সার্টিফিকেট ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারেন।বিনামূল্যে পুস্তক কোর্সের শেষে পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান কর্তৃক সার্টিফিকেট দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক বাসুদেব বসু বর্তমানে সংস্কৃতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।কৃতজ্ঞতা জ্ঞাপন করে ডক্টর স্বপন মাল ও সমবেত সকলের শান্তি পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ও সংস্কৃত সপ্তাহ উদযাপনের সূচনা হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক সমীর কুমার মন্ডল অতনু আঢ্য, শিউলি বর্মন বাবলু বর্মন নির্মল কুমার রাহা ও বাবু লাল বালা সহ প্রমুখ।আগস্ট মাসের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত সংস্কৃত বিভাগ পক্ষ থেকে সংস্কৃত সপ্তাহ পালিত হয়েছিল সংস্কৃত সপ্তাহ পালন অবসরের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় অধ্যক্ষ স্বামী জপসিদ্ধানন্দ মহারাজ মহাভারতে যক্ষ প্রশ্ন শিষ্য দার্শনিক তথ্যপূর্ণ গবেষণামূলক ভাষণ উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ মেঘদুত পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান

সপ্তাহব্যাপী রক্ষা বন্ধন দেওয়াল পত্রিকা উন্মোচনের সাথে সাথে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। বিভাগীয় ছাত্র-ছাত্রী তথা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এদিনেই অনুষ্ঠানে ভাগ নিয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here