সারদাদেবীর জন্মতিথি উদযাপন ও কৃষি সমৃদ্ধি মেলার সূচনা

0
161

অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ

celebration of Sarada Devi Birthday and agriculture festival
নিজস্ব চিত্র
celebration of Sarada Devi Birthday and agriculture festival
নিজস্ব চিত্র

সারগাছি রামকৃষ্ণ মিশনে শুরু হলো চার দিনের কৃষি সমৃদ্ধি মেলা ও সেই সাথে পালিত হলো শ্রী শ্রী সারদা মায়ের ১৬৬তম জন্ম তিথি উদযাপন অনুষ্ঠান।সকাল আট ঘটিকায় প্রভাত ফেরীর মাধ্যমে শ্রী শ্রী মায়ের জন্মতিথির শুভ সূচনা হয়।তারপর মূল মন্দিরে পূজা ও বিবেকানন্দ কক্ষে যজ্ঞ অনুষ্ঠিত হয়।স্বামী তপোনিষ্ঠানন্দজী মহারাজ মাতৃভাবের ওপর মনোগ্রাহী বক্তব্য রাখেন।তাঁর মতে,”মা পৃথিবীর সবচেয় নিরাপদ আশ্রয়।”এবং তিনি মা সারদা দেবীর সত্যকারের মাতৃ স্বরূপ ব্যাখ্যা করেন।বিশিষ্ট শিক্ষক সন্দীপ বাগচি মহাশয় মায়ের জীবন ও আদর্শ নিয়ে বলতে গিয়ে বলেন,” মায়ের কাছে যাওয়ার জন্য কোন গাইডের প্রয়োজন নেই।” সারগাছি রামকৃষ্ণ মিশনের বর্তমান অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজী বলেন,”এই আশ্রমের আজীবন অধ্যক্ষ হচ্ছেন স্বামী অখন্ডানন্দজী মহারাজ।তিনি সেবক মাত্র।”দুপুরে কয়েক হাজার নর নারী খিচুড়ি প্রসাদ গ্রহন করেন আশ্রমের বিশাল মাঠে।
দুপুর ২.৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কৃষি সমৃদ্ধি মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী ড.শ্রী আশীষ ব্যানার্জী মহাশয়।এই কৃষিমেলার উদ্যোক্তা সারগাছি রামকৃষ্ণমিশন আশ্রম, ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্র ও আই সি এ আর -সি আই এস এইচ আঞ্চলিক গবেষণাকেন্দ্র,মালদহ,এবং সহোযোগিতায় পশ্চিমবঙ্গ কৃষিদফতর, মুর্শিদাবাদ ও উপস্থিত ছিলেন ড.এ কে সিং ডেপুটি জেনারেল ডিরেক্টর আই সি এ আর নিউ দিল্লী ড.এ.এন. রায়,এস.এস. সিং,তাপস কুন্ডু (ডিডিএ) অ্যাডমিন মুর্শিদাবাদ,বিধানচন্দ্র কৃষিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ডিডি পাত্রা ও উত্তরবঙ্গ কৃষিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়,জেলা সভাধিপতি মোহা.মোশারফ হোসেন দেশের বিখ্যাত কৃষিবিজ্ঞানীগণ ও কয়েকশো কৃষকগণ। কৃষি প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আদিবাসী নৃত্য,কীর্তন,লোকসংগীত,বোলান গান,লোকগীতি,মালদহের সুবিখ্যাত গম্ভীরা গান,বাউল গান,চিত্র প্রদর্শনী,কৃষি বিষয়ক কর্মশালা,প্রভৃতির আয়োজন করা হয়েছে। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

celebration of Sarada Devi Birthday and agriculture festival
নিজস্ব চিত্র

আরও পড়ুন: বিজ্ঞান সংস্কৃতি উৎসবে হাতে কলমে দূরবীন তৈরির প্রশিক্ষণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here