পুলিশের উদ্যোগে অভিনব সুভাষ জয়ন্তী উদযাপন

0
54

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

Celebration of the film by Subhash Jayanti | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসনের নিবিড় যোগাযোগ তৈরির নির্দেশ দিয়ে পুলিশ প্রশাসনকে বিভিন্ন কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগ নিতে বলেছেন।এবার তার অনুপ্রেরণাতেই কমিউনিটির ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিন পালন উপলক্ষ্যে বালুরঘাট থানার পুলিশ,সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা রক্তদান ও শীত বস্ত্রদানের আয়োজন অনুষ্ঠান করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী,দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানটি আয়োজন করতে পুলিশ প্রশাসনকে সাহায্যে করেছে দক্ষিণ দিনাজপুর ব্লাড ডোনার্স ফোরাম।আজ প্রায় ২০০ জন আর্তকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান করে।এছাড়াও ১৫০ জনের বেশি পুলিশও সিভিক ভলেন্টিয়ার রক্তদান করেন। রক্তদান অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুরের ডিএসপি ট্রাফিক ধীমান মিত্র রক্তদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও বালুরঘাট থানার এএসআই দেবাশীষ সরকার সহ অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা রক্ত দান করেন।জেলায় রক্তদানের যোগান সচল রাখতে বালুরঘাট থানার এই উদ্যোগ প্রশংসার দাবী রাখে বলে জানিয়েছে সাধারণ মানুষ।এই বিষয়ে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন আজ আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় এই রক্তদান ও শীত বস্ত্রপ্রদান অনুষ্ঠানে পালন করলাম। আগামী দিনেও একই ভাবে আমরা মানুষের সাথে থাকার প্রচেষ্টা চালাব।

আরও পড়ুন: পূর্ণবয়স্ক হরিণের মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here