আত্রেয়ীর তীরে মাতৃ দিবস উদযাপন

0
45

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

celebration the mother day
নিজস্ব চিত্র

আমাদের এই নদীমাতৃক দেশে নদীকেও সবাই মায়ের সাথেই তুলনা করে। কিন্তু মানুষ জাতির দোষে সেই নদী মা নিজেই হাড়িয়ে যাওয়ার পথে। তেমনই জল অল্পতায় ভুগছে বালুরঘাট শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদী।তার সাথে আছে বাংলাদেশের জল আটকে দেওয়ার ঘটনা।

যা নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছেন। সেই আত্রেয়ী নদী কেই বাঁচাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দিশারি সংকল্প। তারা নিয়ম করে বালুরঘাট আত্রেয়ী নদীর ধারে প্রতি মাসে একটি দিন মিলিত হন কখন নদী ঘাট পরিস্কার,কখন নদী বিষয়ক আলোচনা সহ বিভিন্ন নদী বিষয়ক কার্যকলাপ তারা সম্পাদন করে থাকেন।

আরও পড়ুনঃ নকশি কাঁথার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আজ বিশ্ব মাতৃ দিবস কে সামনে রেখে তারা আজ আবারও মিলিত হয়েছিলো আত্রেয়ী নদীর সদর ঘাটে। সেখান দিশারি সংকল্পের সদস্যরা গান কবিতা পাঠ এর মধ্যে দিয়ে বিশ্ব মাতৃ দিবস পালন করে।এই বিষয়ে দিশারি সংকল্পের সদস্যা তনুশ্রী প্রামাণিক জানান, “আমরা প্রতি মাসেই ‘নদীর কাছে এসো ‘ অনুষ্ঠানটি পালন করে থাকি।বিশ্ব মাতৃ দিবস উপলক্ষ্যে আজ আমরা বিশেষ ভাবে এই দিনটি পালন করলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here