ভিন্ন ধারায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

0
51

মনিরুল হক,কোচবিহারঃ

celebration the rabindra jayanti
নিজস্ব চিত্র

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী পালিত হল সারা জেলায়।আর এই দিনটিতে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের দিনহাটা শাখার উদ্যোগে দিনহাটায় সংহতি ময়দানের সন্নিকটে “হিউম্যান ব্লাড ডোনার ব্যাঙ্ক” তৈরীর লক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তীতে পথ চলতি মানুষদের নিয়ে ১৫৮টি চারা গাছ বিলি করেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের লিষ্ট তৈরি করেন।

celebration the rabindra jayanti
নিজস্ব চিত্র
celebration the rabindra jayanti
নিজস্ব চিত্র

এদিনের ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনহাটা কো-অর্ডিনেটর সুস্মিতা চন্দ পাল,সদস্যা বনানী সরকার, টুনটুনি সাহা,উজ্জ্বলা বোস রায়,শিমু সরকার,সদস্য অশোক মন্ডল,শিবু মন্ডল, কৌশিক সূত্রধর,দীপক বর্মন, চিরঞ্জীব বর্মন,মলয় সরকার, অঙ্কিত সাহা,পার্থ প্রতীম চন্দ, সম্পাদক রাজা বৈদ্য, সংগঠনের পর্যবেক্ষক শুভময় দে সহ আর অনেকে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আম্বেদকরের জন্মজয়ন্তী পালন

celebration the rabindra jayanti
নিজস্ব চিত্র
celebration the rabindra jayanti
নিজস্ব চিত্র

জানা গেছে, যখন রক্তের প্রয়োজনে তখন সময় মত ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত যাওয়া যায় না।তখন মুমূর্ষ রোগীর পরিবারকে হয়রানির স্বীকার হতে হয়।তাই উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য-সদস্যারা রক্তদাতাদের লিষ্ট তৈরী করে ফেললেন।এদিন হিউম্যান ব্লাড ডোনার ব্যাঙ্কে নাম নথিভুক্ত করলেন দিনহাটার পথচলতি মানুষ,টোটো চালক, ভ্যান চালক,বাইক চালকরাও।যাতে আর কোন মানুষ রক্তের জন্য সমস্যায় না পরে তাই তাঁদের এই অভিনব উদ্যোগ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রতিবছরই অনেকে নাচ,গান,আবৃত্তি, নাটক,কবিতা পাঠ,অঙ্কন ও বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন এই সংস্থা।কিন্তু আজ অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন।১৫৯তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ১৫৯টি চারাগাছ বিলির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের লিষ্ট তৈরি করে ফেলন।

যারা তাঁদের কাছে নাম লিখিয়েছে রক্তদান করার জন্য তাদেরকে তাঁরা বার্তা দেন “রক্তদান জীবন দান” অন্যদিকে “গাছ লাগান প্রাণ বাঁচান।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here