মনিরুল হক,কোচবিহারঃ
গোটা রাজ্যের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল কোচবিহারে। বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিবসে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলন কোচবিহার জেলা শাসক কৌশিক সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও এদিন কোচবিহার সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা সাগরদিঘি চত্বরের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
এদিন প্রভাত ফেরীর আয়োজন করে মায়াচিত্রম আর্ট ইনস্টিটিউট। দেবীবাড়ি এলাকায় ‘ঐকতান সাংস্কৃতিক সংস্থা’ কবিপ্রণামের আয়োজন করে এখানে শিশু কিশোরেরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। দেবীবাড়ী নতুন পাড়া এলাকায় বিবেক স্মৃতির উদ্দ্যোগে রবীন্দ্রপ্রনাম অনুষ্ঠানের আয়োজন হয়। বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর আসিফ ইকবালের উদ্দ্যোগে হয় এই অনুষ্ঠান।
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন করে বাংলা বিভাগ। কথা গান কবিতায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় কবিগুরুকে। তাছাড়াও কোচবিহারের মোহনা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে যমুনা দীঘির সংলগ্ন এলাকায় রবীন্দ্র জন্ম জয়ন্তী আয়োজন করা হয়। এদিন সেখানে রবীন্দ্র সংগীত, আবৃতি, নৃত্য পরিবেশিত হয়।
আরও পড়ুনঃ সাঁইথিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকী পালন
অপরদিকে, আলিপুরদুয়ার-বামনহাট লোকাল ট্রেনে রবীন্দ্রজয়ন্তী পালন করে নিউ কোচবিহারের প্রান্তিক নাট্য সংস্থা। ট্রেনের মধ্যেই কবিতা, আবৃত্তি, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যরা। বিভিন্ন স্ট্রেশনে নেমেও হয় অনুষ্ঠান। চলতি ট্রেনে অভিনব এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান উপভোগ করে রেল যাত্রীরা।
এই পথের বিভিন্ন স্টেশনের প্যাটফর্মও শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও কোচবিহারের বিভিন্ন ক্লাব, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর জন্মদিন পালিত হয়। পাশাপাশি কোচবিহার সদরের ছাড়াও দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় হয় রবীন্দ্রজন্ম জয়ন্তী উৎসব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584