ভালো নেই বাংলা, সেলিব্রিটিদের নিয়মভঙ্গ প্রশ্নের মুখে

0
173

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কেউ ছিলেন লন্ডনে কেউ বা অস্ট্রেলিয়ায়। দেশে ফিরছেন সকলেই। ফিরছেন কিন্তু যথাযোগ্য নিয়ম তাঁরা মানছেন না। দুদিন আগেই অঞ্জন দত্তকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চাঞ্চল্য।কোয়ারান্টিনে না গিয়ে তিনি অস্ট্রেলিয়া থেকে সোজা বাড়ি ফেরেন। তারপর পাড়ি দেন বাংলাদেশের উপদূতাবাসে।

Anjan Dutt | newsfront.co
অঞ্জন দত্ত। ছবিঃ ফেসবুক

সেখানে এক জমায়েতে গিয়ে সঙ্গীত পরিবেশন করেন তিনি। তাঁর এই কাণ্ডটি বেশ সমালোচিত হচ্ছে নানা মহলে। সূত্রের খবর অনুযায়ী, তাঁর মতে পরীক্ষায় দেখা গিয়েছে তিনি সুস্থ। তাই কেন নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকবেন তিনি?

Mimi Chakraborti | newsfront.co
মিমি চক্রবর্তী। ছবিঃ ফেসবুক

একইভাবে লন্ডনের শুট থেকে ফিরে ‘হোম আইসোলেশন’-এ থাকার সিদ্ধান্ত নেন মিমি চক্রবর্তী। কোয়ারান্টিনে যাননি তিনি। একই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। এমনকী এয়ারপোর্টে তাঁদেরকে দেখা যায় মাস্কবিহীন অবস্থায়। তবে, মাস্ক পরিহীত ছিলেন জিৎ।

আরও পড়ুনঃ আটকে গেলো ‘গুলদাস্তা’র রিলিজ

Biswanath Basu | newsfront.co
বিশ্বনাথ বসু। ছবিঃ ফেসবুক

লন্ডন সফর সেরে নিজের মুলুকে ফিরেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তিনিও কোয়ারন্টিনে না গিয়ে ফিরেছেন নিজের বসত বাড়িতে। বহাল তবিয়তে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। এমনকি এক মঠে করোনা সতর্কতা নিয়ে বক্তব্য রাখতে যাওয়ার কথা তাঁর৷

Abhisekh Chatterjee | newsfront.co
অভিষেক চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক

আরও পড়ুনঃ হঠাৎ ছুটিতে চাকদায় আলো

অভিষেকেরও একই বক্তব্য, এয়ারপোর্টে স্ক্রিনিং-এ দেখা যায় আমার কিছু হয়নি। ফলে আমি কেন বাড়ি ফিরব না? কেন মঠে যাব না?

রাজ্য সরকার যে কোনও বিলেত ফেরত মানুষকে টানা ১৪ দিন গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে। সেখানে দাঁড়িয়ে তারকা মহল কিভাবে এদিক ওদিক করছেন তা নিয়ে কথা উঠছে নানামহলে।

অথচ,এই সব মানুষদের কথা মেনে চলেন সাধারণ মানুষ। আর এঁরাই যদি সঠিক নিয়ম না মানেন তা হলে ফ্যান ফলোয়াররা কি করবেন? এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার।

প্রসঙ্গত, ভাল নেই পশ্চিমবঙ্গ। আজও বালিগঞ্জের এক যুবকের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। বিদেশ বিভূঁই থেকে আসা মানুষদের মধ্যে থেকেই মিলছে এই ভাইরাস। সুতরাং করোনা নিয়ে আর অবহেলা নয়। সজাগ থাকতে হবে প্রতিমুহূর্তে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here