নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
করোনার দাপটে স্তব্ধ জনজীবন। বন্ধ সিনেমা হল, বন্ধ শুটিং, বেশ কিছু জায়গায় কর্মরতরা কাজ করছেন বাড়িতে বসেই৷ সংবাদ মাধ্যমকেও কাজ করতে বলা হয়েছে বাড়ি থেকে৷ যাদের বাড়িতে কাজের জন্য অনুকূল পরিবেশ নেই তাদের জন্য প্রেস ক্লাবে বসে কাজ করার সুযোগ রয়েছে।
আজ একটু বেশিই শরীরের প্রতি সচেতন আমরা। হাত একবারের জায়গায় বারবার ধুচ্ছি, শুধু জল না স্যানিটাইজার দিয়ে ধুচ্ছি, মাস্ক পরছি। আরও কতই না সাবধানতার রসদ নিয়ে নিত্য চলছে জীবন। সেই সাবধানতা নিয়েই কিছু কথা কিছু বার্তা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
ঐন্দ্রিলার কথায়, রাস্তায় মাস্ক পরে বেরোচ্ছি সবসময়। প্রচুর জল খাচ্ছি। শট দিয়ে মেক আপ রুমে ঢুকেই হাত স্যানিটাইজার দিয়ে ধুচ্ছি৷ এমনকী আমার মেক আপ রুমে যারা ঢুকছে তাদেরও হাত স্যানিটাইজ করাচ্ছি। অনেকে আমার এই বাড়াবাড়ির জন্য মেক আপ রুমে ঢুকতেই ভয় পাচ্ছে।
আমার অসুস্থতার পর থেকে নিজের শরীর নিয়ে আমি এমনিতেই বেশি সচেতন, তার উপরে এখন এই করোনার দাপটে আমি আরও বেশি সাবধানী হয়ে গেছি।
সত্যি কথা বলতে কি, এক্ষেত্রে নিজের সুরক্ষা, সচেতনতা নিজের কাছে। এখানে প্রোডাকশনের বিশেষ কিছু করার থাকে না। তারা সবরকমের ব্যবস্থা নিয়েছে আমাদের সুরক্ষার জন্য। এর বেশি তারা আর কী করবে।
মাস্ক পরে তো আর আমরা শট দিতে পারব না।
কিংবা ফ্লোরে মাস্ক পরেও বসে থাকতে পারব না। পঞ্চাশটা লোক একসঙ্গে কাজ করি। সেখানে সারাক্ষণ মাস্ক পরে বসে থাকা সত্যিই সম্ভব না। শুটিং বন্ধ হল ঠিকই, কিন্তু বাড়িতেও সাবধানতা অবলম্বন করতে হবে সবসময়। পাশাপাশি শুধু নিজেকে পরিষ্কার রাখলে চলবে না, পাশের মানুষটিকেও পরিষ্কার এবং সুরক্ষিত থাকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584