মালদহে ভোট প্রচারে নক্ষত্র সমাবেশ

0
333

হরষিত সিংহ,মালদা:তৃণমূলের নির্বাচনি প্রচারে মালদহে এলেন রুপোলি জগতের দুই তারকা অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী নুসরাত জাহান | দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার তাঁরা চাঁচলের বাহারালে রোড শো করেন |

পাশাপাশি ভাদো থেকে সামসি পর্যন্ত এইদিন রোড শো করা হয় |আবার সামসি থেকে মালতীপুর পর্যন্তও ওই দুই তারকা এইদিন দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করেন | দলীয় সূত্র থেকে আরও জানা গেছে , চাঁচল থেকে আশাপুর পর্যন্ত ওই দুই তারকা অনুরূপভাবে প্রচার চালান |

পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ও তুলশিহাটা এলাকাতেও এইদিন তাঁরা রোড শো করেন | ওই দুই তারকাকে কাছে পেয়ে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত | প্রচারে মানুষের ঢল দেখে খুশি ওই দুই তারকাও | তৃণমূলের জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন বলেন ,” দুই তারকার রোড শো শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে বিশেষ মাত্রা যোগ করল |”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here