বাকি প্রায় তিন কোটি, দেশে ১০০ কোটি টিকাকরণ হলেই লাউডস্পিকার বাজিয়ে ঘোষণা করবে কেন্দ্র

0
91

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা দ্বিতীয় ঢেউ সরে গেলেও ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপর থেকেই টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্র। বুধবার পর্যন্ত দেশে করোনা প্রায় ৯৭ কোটি মানুষের করোণা টিকাকরণ সম্পন্ন হয়েছে। আর প্রায় তিন কোটি টিকাকরণ বাকি রয়েছে। ভারতের নাগরিকদের এই টিকাকরণের সংখ্যাটা যেদিন ১০০ কোটি ছুঁয়ে যাবে, সেদিন ঢাকঢোল বাজিয়ে প্রচারে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Covid Vaccine
ছবি সৌজন্যে: ইউনিসেফ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ওইদিন রেলস্টেশন, ট্রেনে, এমনকী জনবহুল এলাকাতেও লাউডস্পিকার বাজিয়ে ১০০ কোটির গণ্ডি পেরনোর মতো সুখবরটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

লাউডস্পিকারে ঘোষণার পাশাপাশি এদিন দিল্লির লালকেল্লা এবং ন্যাশনাল ক্যাপিটালের নর্থ ও সাউথ ব্লকে জাতীয় পতাকা উত্তোলন করা হতে পারে। শুধু তাই নয়, ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলার পর ওই দিন বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং দলীয় নেতাবৃন্দকেও ওই দিন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রচার করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ করোনার উৎস সন্ধানের জন্য উহানবাসীর রক্তের নমুনা পরীক্ষা করবে চীন সরকার

এখনও পর্যন্ত দেশে ৯৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জন ভারতীয় নাগরিকদের টিকাকরণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই এই টিকাকরণ যত দ্রুত সম্ভব ১০০ কোটির মাইলফলক ছুঁতে পারে, সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here