নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ক্রমশ দাপট বিস্তার করছে করোনার নয়া ভ্যারিয়্যান্ট ওমিক্রন। সেই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেল আরও দু’টি করোনা ভ্যাকসিন ও একটি অ্যান্টি ভাইরাল ড্রাগ।
আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনার বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে একদিনে তিনটি অনুমোদন দেওয়া হয়েছে। কর্বেভ্যাক্স ভ্যাকসিন (CORBEVAX vaccine), কোভোভ্যাক্স ভ্যাকসিন (COVOVAX vaccine) এবং অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনিউপিরাভির (Anti-viral drug Molnupiravir) ব্যবহারের অনুমোদন দেওয়া হল জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য।’
Congratulations India 🇮🇳
Further strengthening the fight against COVID-19, CDSCO, @MoHFW_INDIA has given 3 approvals in a single day for:
– CORBEVAX vaccine
– COVOVAX vaccine
– Anti-viral drug MolnupiravirFor restricted use in emergency situation. (1/5)
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021
দেশজুড়ে প্রভাব বিস্তার করছে ওমিক্রন, আর সেই নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ২১টি রাজ্যে।
উল্লেখ্য, গতকালই নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে কর্বেভ্যাক্স, কোভোভ্যাক্স টিকা ব্যবহারে অনুমোদন দেয় সাবজেক্ট এক্সপার্ট কমিটি। এছাড়া জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য করোনার ওষুধ মলনিউপিরাভির ব্যবহারেও মেলে অনুমোদন। করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং যাদের শারিরীক অবস্থা খুবই ঝুঁকিপূর্ন, কেবল তাঁদের ক্ষেত্রেই এই ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতের হায়দরাবাদের একটি সংস্থা বায়োলজিক্যাল-এর তৈরি এই কর্বেভ্যাক্স। দেশের মাটিতে আরও একটি টিকা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “হ্যাট ট্রিক! ভারত এবার তৃতীয় টিকাও তৈরি করে ফেলল।”
CORBEVAX vaccine is India's 1st indigenously developed RBD protein sub-unit vaccine against #COVID19, Made by Hyderabad-based firm Biological-E.
It's a hat-trick! It's now 3rd vaccine developed in India! (2/5)
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন
ভারতে এর আগে করোনার ৬টি টিকা অনুমোদন পেয়েছিল। সেগুলি হল সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জাইডাস ক্যাডিলারের জাইকভ-ডি, রাশিয়ার স্পুটনিক ভি, মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। এবার সেই তালিকায় আরও দু’টি টিকার সংযোজন ঘটল। অন্যদিকে অতিমারির প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছিল করোনার প্রথম ওষুধ রেমডিসিভির, সাফল্যও পেয়েছিল ওষুধটি। তবে পরবর্তী সময়ে এই ওষুধটি করোনা চিকিৎসায় নিষিদ্ধ করে কেন্দ্র। এরপর ছাড়পত্র পেল আরও একটি অ্যান্টি ভাইরাল ড্রাগ- মলনিউপিরাভির। জানা গেছে, দেশের ১৩টি সংস্থায় তৈরি হবে এই ওষুধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584