নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার বিকেলে কেশপুর থানায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য ফেব্রুয়ারিতেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সূত্রের খবর ২৫শে ফেব্রুয়ারির মধ্যেই সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি -র জওয়ানরা ভোট ঘোষণার আগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন বলে খবর।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় সাংগঠনিক বৈঠক বামেদের
২১ এর বিধানসভা ভোটের আগে কেশপুর বিধানসভার স্পর্শকাতর ও অশান্ত এলাকার বাসিন্দাদের মনে ভরসা জোগাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় টহলদারি ও রুট মার্চ করবেন বলে জানা গিয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে আজকে কেশপুরে ১ কোম্পানি উপস্থিত হয়েছে।বাকি জেলার অন্য থানাতেও আজ অথবা আগামীকালের মধ্যে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584