রায়গঞ্জের আশি শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী জানালেন বিবেক দুবে

0
68

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Central forces appointed in eighty percent booth of raiganj
নিজস্ব চিত্র

রায়গঞ্জ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করতে পৌঁছালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

Central forces appointed in eighty percent booth of raiganj
বিবেক দুবে,বিশেষ পুলিশ পর্যবেক্ষক।নিজস্ব চিত্র

রায়গঞ্জ কর্নজোড়ায় মাল্টিপারপাস হলে প্রথমেই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য নির্বাচন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

Central forces appointed in eighty percent booth of raiganj
নিজস্ব চিত্র

পরে আলাদা আলাদা ভাবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।বৈঠক শেষে বিজেপির রাজ্য কমিটির নেতা সুজিত কুমার ঘোষ বলেন,বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আশ্বস্ত করেছেন রায়গঞ্জ লোকসভা নির্বাচনের ভোটগ্রহন সুষ্ঠুভাবে এবং সন্ত্রাসমুক্ত হবে।

Central forces appointed in eighty percent booth of raiganj
নিজস্ব চিত্র

বামফ্রন্টের পক্ষ থেকে বৈঠক শেষে সিপিআই এর রাজ্য কমিটির নেতা শ্রীকুমার মুখার্জী জানিয়েছেন,বিগত পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে রায়গঞ্জে যেভাবে ভোট লুট ও সন্ত্রাস করেছে সেটা যাতে না হয় তার ব্যাবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।রায়গঞ্জ পুর এলাকার সবকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তাদের আশ্বস্ত করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

বিবেক দুবের সাথে বৈঠক শেষে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী জানিয়েছেন,উত্তর দিনাজপুর জেলার মানুষ শান্তিপ্রিয় এবং এতদিন নির্বিঘ্নেই ভোট হয়ে এসেছে। কিন্তু বিগত পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে যে সন্ত্রাস ও ভোট লুট হয়েছে তাতে মানুষ ভোট দিতে যেতেই ভয় পাচ্ছে। আমরা এবারের ভোট নির্বিঘ্নে ও শান্তিতে করার আবেদন করেছি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট বুথের ৭৮ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হল,এটা হলে রায়গঞ্জ লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে বলে তাঁর ধারনা।

আরও পড়ুনঃ কংগ্রেস গটআপ ম্যাচ খেলছে,সেই কারণে বিজেপি শক্তিশালী হয়েছে,ইটাহারের নির্বাচনী জনসভায় মমতা

প্রশাসনিক ও রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন,আজ রায়গঞ্জ লোকসভা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করা হল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।৮০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।বাকি ২০ শতাংশ বুথে রাজ্য পুলিশ থাকলেও সেইসব বুথেও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here