কংগ্রেস গটআপ ম্যাচ খেলছে,সেই কারণে বিজেপি শক্তিশালী হয়েছে,ইটাহারের নির্বাচনী জনসভায় মমতা

0
62

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

 

CM meeting at itahar
নিজস্ব চিত্র

বিজেপিকে না হটালে দেশ বাঁচবে না।ফ্যাসিবাদি ও হিটলারি কায়দায় দেশ চালাচ্ছেন মোদি।’

আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে একটি জনসভায় ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘উন্মাদ, সন্ত্রাসমূলক চিন্তাভাবনায় দেশ চলছে। এদের না হটালে দেশ বাঁচবে না।তিনি বলেন,এবার বিজেপি হারবেই।

CM meeting at itahar
নিজস্ব চিত্র

অভিন্ন ন্যূনতম কর্মসূচির মাধ্যমে দেশে মোদির বিরুদ্ধে জনগণের সরকার,ঐক্যের সরকার গড়া হবে।’এদিনের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী আরো বলেন,অসমে এনআরসির নামে ২০ লক্ষ হিন্দু ও ২০ লক্ষ মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে।তবে, তিনি বলেন বাংলায় তুমি ‘এন’ করতে পারবে না,‘আরসি’ করবে কোথা থেকে?

CM meeting at itahar
নিজস্ব চিত্র

লাটসাহেব,নবাব-নিজে একা থাকবে।আর কাউকে থাকতে দেবে না।কংগ্রেস এনআরসি নিয়ে প্রতিবাদ করেনি।ওরা সমর্থন করেছিল।আমরা এর প্রতিবাদ করেছি।বেকারদের চাকরি দিতে পারেনি।বিদেশ থেকে কালো টাকা এনে ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল। দেয়নি।এরপর নির্বাচনে মোদি জিতলে আর ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না। মিডিয়াকে ওরা কিনে নিয়েছে, রাজনৈতিক নেতারা ভয় পাচ্ছেন।এরপর আরও ডিক্টেটরশিপ চলবে।আর নির্বাচনও হবে না।মোদি নির্বাচনে জিতলে আমিও থাকব না,আপনারাও থাকবেন না।তবে,আমি ভয় পাই না।জীবন চলে যায় যাবে।লড়াই চলবে।তিনি বলেন,কংগ্রেস গটআপ ম্যাচ খেলছে,সেই কারণে বিজেপি শক্তিশালী হয়েছে।

আরও পড়ুনঃ নেতা বদলে গেলেও,দলীয় প্রতীক নিয়ে সবং-এ প্রচারে কংগ্রেস প্রার্থীর

CM meeting at itahar
নিজস্ব চিত্র

কংগ্রেস বিরোধিতা করলে বিজেপি এত শক্তিশালী হতে পারত না। প্রতিবাদ করলে মোদি সিবিআই, ইডি,কাস্টমস, ইনকাম ট্যাক্স লাগিয়ে দেবে, সেই ভয়ে কংগ্রেস নীরব রয়েছে।আমি এদেশের ভূমিকন্যা।আমি মোদিকে ভয় পাই না।কাউকে কেয়ার করি না। একমাত্র জনগণকে কেয়ার করি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here