নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্রে জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন ২৩ এপ্রিল।
আর ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার বাড়াচ্ছে সব রাজনৈতিক দল।বাড়ছে ভোট গ্রহনের আয়োজন।তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।আর সেই সঙ্গে তেজ বাড়াচ্ছে সূর্যি মামা।ভোট ও সূর্যের তাপ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।একে অপরকে সমানে সমানে টেক্কা দিয়ে চলেছে।
প্রচণ্ড দাবদাহ মাথায় নিয়ে আজ তিন কোম্পানির সিআরপিএফ জওয়ান এসে পৌছালো রানীনগর থানায়।
আজ দুপুর একটা সময় ছোট বড় সব মিলিয়ে বারোটা গাড়িতে এফ ২৭,ই ৫৫ এবং এ ৭০ তিন কোম্পানির প্রায় ২৭০ জন সিআরপিএফ জওয়ান এসে পৌঁছায় রানীনগর থানায়।
এই তিন কোম্পানির সিআরপিএফ জওয়ান এসেছে মনিপুর থেকে। নিমেষের মধ্যে ভারী বুটের আওয়াজে ছেয়ে যায় রাণীনগর থানা।
গাড়ি থেকে নেমেই জওয়ানদের কেউ কেউ ছুটল ঠান্ডা জলের খোঁজে, তো কেও আবার ছুটে গেল থানার বাইরে দাঁড়িয়ে থাকা আখের রসের গাড়ির দিকে।আখের রস খেতে খেতে এক সিআরপিএফ জনের মুখে শোনা গেল,’ইস বার ইলেকশন ভি গরম হে,অর উসসে ভি গারাম হে ধুপ।’
আরও পড়ুনঃ তীব্র গরমে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
এক সিআরপিএফ জওয়ানের সঙ্গে কথা বলে জানা গেল তিন কোম্পানির সিআরপিএফ জওয়ানরা রাণীনগর থানা এলাকার তিনটি এলাকায় আপাতত তারা নিজেদের অস্থায়ী ঘাঁটি গড়বে।সেগুলি হল, কোমনগর হাই মাদ্রাসা, আমিরাবাদ হাই মাদ্রাসা ও বামনাবাদ হাই স্কুল।এখন শুধু সময়ের অপেক্ষা,২৩শে এপ্রিল দেখা যাবে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সিআরপিএফ জওয়ানরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584