Delhi Riots: দিল্লি রায়টে তিন অভিযুক্ত দীপক, প্রিন্স ও শিবকে দোষী সাব্যস্ত করলো আদালত

0
80

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তর পূর্ব দিল্লির রায়ট মামলায় একটি মসজিদে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো দিল্লির এক আদালত। দীপক, প্রিন্স ও শিব এই তিন অভিযুক্তকে ভারতীয় দন্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৮০, ৪২৭ ও ৪৩৬ ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল সেশন বিচারপতি বীরেন্দ্র ভাট।

Delhi Riots
ছবিঃ লাইভ ল

বিচারপতি বলেন, ২০২০ সালের ২৪ থেকে ২৭ তারিখ যে সাম্প্রদায়িক উত্তর পূর্ব দিল্লিতে যে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে তার ফলে তার জেরে দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ ছিলেন ভীত সন্ত্রস্ত। যে কারণে সাক্ষীদের ভয় ভাঙ্গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করতেও অনেক সময় লেগেছে। কেউ এগিয়ে এসে পুলিশের কাছে মুখ খুলতেই পারছিলেন না। জানাতি মসজিদে যখন দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয় তখন মসজিদে ১৫০০-র বেশি মানুষ আটকে ছিলেন।

আরও পড়ুনঃ আর্থিক দুর্নীতির অভিযোগে সাংবাদিক রানা আয়ুবের সামাজিক কর্মসূচীর অ্যাকাউন্ট লক করলো ইডি

এলাকার সমস্ত সিসি ক্যামেরা ভাঙ্গা হয়েছিল আগেই ফলে ভিডিও ফুটেজ পাওয়ার কোন উপায় ছিল না। পরে পুলিশ কেস ডাইরির সঙ্গে এক্তি ভিডিও ফুটেজ জমা দেয় যা ফোনে রেকর্ড করা। ফরেন্সিক পরীক্ষায় জানা গিয়েছে যে সেই ভিডিও ফুটেজটি আসল এবং তাতে শনাক্তও করা গিয়েছে এই তিন অপরাধীদের। যাবতীয় তথ্য প্রমাণ বিচার করেই এই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল।

আরও পড়ুনঃ বিজেপি ফিরলেই উত্তরাখণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধিঃ পুষ্কর সিং ধামি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here